ফের ট্রেন যাত্রায় ভোগান্তি। বুধবার সকাল থেকে হাওড়া ব্যান্ডেল শাখায় ব্যাহত পরিষেবা। পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে সমস্যা সকাল থেকে। এদিন হাওড়া স্টেশনের কাছে ঝিল সাইডিংয়ে সিগন্যাল ফেলিওর (পয়েন্ট বাস্ট) হওয়ায় সমস্যা দেখা দিয়েছে, বলে পূর্ব রেল সূত্রে খবর। সকাল ৬.২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় ঘটনাটি ঘটে। এরফলে হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাওড়ায় পয়েন্টে গন্ডোগোলের জের ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয় হাওড়া ব্যান্ডেল শাখা থেকে শুরু করে কাটোয়া ও তারকেশ্বর শাখায়।
ব্যান্ডেল থেকে হাওড়া গামী ডাউন লোকাল সকাল থেকে বন্ধ ছিলো কয়েক ঘন্টা। আপেও বন্ধ রয়েছে ট্রেন। ৫.৪৯ শেষ ব্যান্ডেল লোকাল গেছে ডাউনে।
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা প্রায় পঞ্চাশ মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে আসে। ডাউনে বর্ধমান লোকাল চললেও তা অনিয়মিত। ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দূর্ভোগে নিত্য যাত্রীরা। তিন দিন ছুটির পর আজ অফিস কাছারি খুলছে। অফিস যাত্রীরা অনেকেই স্টেশনে অপেক্ষায় রয়েছেন কখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পাশাপাশি হাওড়ায় সিগন্যাল সমস্যার প্রভাব পড়েছে হাওড়া-তারকেশ্বর শাখায়। সকাল থেকে অনিয়মিত আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। সকাল ৮টা নাগাদ সিঙ্গুর স্টেশনে তখন ও প্রচুর যাত্রীর ভিড়। তিনদিন ছুটির পর আজ প্রথম কাজের দিনে সকালেই ট্রেন বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ।
সকালে বাতিল করা হয়েছে হরিপাল লোকাল, তারকেশ্বর লোকাল সহ বেশ কয়েকটি ট্রেন। সিঙ্গুর স্টেশন সূত্রের খবর সকাল সাড়ে আটটায় হাওড়া যাবার ট্রেন তারকেশ্বর থেকে ছেড়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা।
Comments :0