rahul 'india' mumbai

যে শক্তির জন্য বেকারি, বৈষম্য হারাতে চাই তাকে, মুম্বাইয়ে রাহুল

জাতীয়

রবিবার মুম্বাইয়ে ‘ইন্ডিয়া’-র মঞ্চে বিরোধী নেতা নেত্রীরা।

ব্যক্তি নরেন্দ্র মোদীকে হারানোর জন্য আমরা একজোট হইনি। বিজেপি’কে হারাতে হবে বলেও একজোট হইনি। হারাতে চাই সেই শক্তিকে যার জন্য একদিকে বিপুল সম্পদ আরেকদিকে তীব্র বেকারি। 
রবিবার মুম্বাইয়ের শিবাজী পার্কে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-র সমাবেশে এই মর্মে ভাষণ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মণিপুর থেকে মুম্বাই ‘ভারত জোড়ো ন্যায়’ যাত্রার সমাপ্তি অনুষ্ঠানও হয় এদিন।
সমাবেশে যোগ দেন ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, তেজস্বী যাদব, এমকে স্ট্যালিনের মতো বিরোধী নেতানেত্রীরা। 
রাহুল বলেন, ‘‘এই শক্তিই জেলে পাঠানোর ভয় দেখিয়ে প্রতিবাদের মুখ বন্ধ করছে। নরেন্দ্র মোদী ব্যক্তি নন, ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়। নরেন্দ্রমোদী আসলে এই বিপজ্জনক শক্তির মুখোশ।’’
রাহুলের ব্যাখ্যা, আদানি-আম্বানির মতো শীর্ষে থাকা কর্পোরেট গোষ্ঠীর মাথারাই এই ‘শক্তি’। তিনি বলেন, ‘‘দেশের মাত্র বাইশ জনের হাতে তত সম্পদ দেশের সত্তর কোটি জনতার মোট যা আছে। এরা চায় লুট চলুক।’’ 
সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের ‘অগ্নিবীর’ প্রকল্প, নির্বাচনী বন্ড, বিভাজনের রাজনীতির পাশাপাশি ইভিএম বা ভোটযন্ত্র নিয়েও সরব হন রাহুল। তনি বলেছেন, ‘‘ইভিএম ছাড়া মোদী জিতবেন না। সাত মাস ধরে আমরা নির্বাচন কমিশনকে বলছি মেশিনের কাজকর্ম কীরকম দেখান। মেশিন পরীক্ষা করতে দিন। আমাদের কথা শোনা হয় না। আমরা বলছি, ইভিএম-এ ভোট নিন। কিন্তু সঙ্গে কাগজের চিরকুটও গুনে দেখা হোক। কমিশন বলছে হবে না। আমরা জানতে চাই কেন করা হবে না। হবে না কারণ এই শক্তি তা চায় না।’’
এদিন বিরোধী একাধিক নেতা ইভিএম সম্পর্কে জনতাকে সজাগ করার পরামর্শ দিয়েছেন। পেপার ট্রেলে মিলিয়ে দেখতে বলেছেন তা নিজের পছন্দের জায়গায় পড়ছে কিনা। 
মুম্বাইয়ের ধারাভি বস্তি তুলে দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীর নির্মাণের জন্য। সেই প্রসঙ্গের উল্লেখ করেন রাহুল। আবার দিনকয়েক আগে আম্বানি গীষ্ঠী প্রধানের সন্তানের বিবাহ অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া নিয়েও কটাক্ষ করেছেন।  
রাহুল বলেছেন, ‘‘আমাদের পকেট কেটে নেওয়া হচ্ছে। সেদিকে যাতে খেয়াল না থাকে তার জন্য বিভাজন তৈরি করা হচ্ছে। বিভাজন তৈরির দায়িত্ব এই শক্তিই দিয়েছে নরেন্দ্র মোদীকে।’’
ফের জাতভিত্তিক সমীক্ষার পক্ষে সওয়াল করেন রাহুল। কড়া সমালোচনা করেছেন সংবাদমাধ্যমেরও।

Comments :0

Login to leave a comment