আমেরিকার হারওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ব্যপক আকার নিল প্যালেস্তাইন সংহতি আন্দোলন। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জন হারওয়ার্ডের মূর্তির উপর প্যালেস্তাইনের পতাকা উড়িয়ে দেন বিক্ষোভকারীরা। গাজায় যুদ্ধবিরতির দাবিতে হারওয়ার্ড, কলম্বিয়া সহ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা। ১৮ এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়েছে। সারা আমেরিকা জুড়ে এখনও অবধি ৯০০’র বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আমেরিকার আইভি লিগ বা প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম হল হারওয়ার্ড। শনিবার আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২৭৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। এরমধ্যে রয়েছে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, হোয়াশিংটন ইউনিভার্সিটির মত বিশ্ববিদ্যালয়।
হারওয়ার্ডের পড়ুয়াদের প্রকাশিত সংবাদপত্র ‘দ্যা হারওয়ার্ড ক্রিমসন’ লিখেছে, জন হারওয়ার্ডের মূর্তির উপর প্যালেস্তাইনের তিনটি পতাকা টাঙানো হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পতাকা সরাতে গেলে ব্যপক বিক্ষোভ দেখান পড়ুয়ারা। এর পাশাপাশি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল এবং প্যালেস্তাইনের সমর্থকদের মধ্যে খন্ডযুদ্ধ বাধে। রয়টার্স জানিয়েছে, দুই পক্ষকে আলাদা করতে গার্ডরেল বসিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ব্যারিকেড টপকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, হোয়াশিংটন ডিসি শহরের জর্জ হোয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থানে বসেছেন বিক্ষোভকারীরা। প্যালেস্তাইনের জাতীয় পোষাক কেফিয়ে পরে বিক্ষোভকারীরা প্যালেস্তাইনের স্বাধীনতার দাবি জানান।
আমেরিকার ক্যাম্পাসে ক্যাম্পাসে চলা আন্দোলনকে ধন্যবাদ জানিয়েছেন প্যালেস্তিনীয় ছাত্ররা। গাজা ভূখন্ডের রাফার একটি ত্রাণ শিবির থেকে সংহতি জানানো হয়েছে। প্যালেস্তাইনের ছাত্ররা ব্যানার তৈরি করে সংহতির বার্তা দিয়েছে।
Comments :0