Cooperative Election

হুগলির সমবায়ে জয়ী বামপন্থীরা

জেলা

Cooperative Election


হুগলি জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অন্তর্ভুক্ত হুগলি ডিস্ট্রিক্ট সেটেলমেন্ট এমপ্লইজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচনে জয়ী বামেরা। নির্বাচনে ধরাসায়ী শাসকদল। রাজ্য কো অর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতি ও পশ্চিমবঙ্গ গ্রামীন ভূমি সংস্কার কর্মচারী সমিতির যৌথ মনোনীত বামপন্থী প্রার্থীরা তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ইউনিয়নের প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে।  ১২ টির মধ্যে ১২ টি সিটেই জয়লাভ করেছেন বাম সমর্থিত প্রার্থীরা। ৩৯৬ জন ভোটারের মধ্যে ৩২৭ জন ভোট দান করেছে। 

রাজ্য কো অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক সুসান্ত কুমার ব্যানার্জী জানান, আমাদের আজকের এই নির্বাচনের জয় সমস্ত কর্মচারীদের জয়। আগের বোর্ডের সম্বন্ধে তৃণমূল বহু মিথ্যা অপপ্রচার করেছে তার পর ও কর্মচারীরা আমাদের ভোট দিয়েছেন। ২০১৭ সালে তৃণমূল এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করে। তখনও আমরা ১২ টি আসনে জয় লাভ করেছিলাম। আমরা আশাবাদী ছিলাম এই বছর ও আমরা  ১২টি আসনে জিতবো। আমাদের ১২ জন জয়ী সদস্য আগামী দিনে শ্রমিক দের জন্য কাজ করবে। সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগে এই জয় বাড়তি অক্সিজেন যোগাবে বামেদের।

 

Comments :0

Login to leave a comment