ফের যৌথ প্রচার সারলেন সিপিআই(এম)’র দুই প্রার্থী। দেখা করলেন, কথা বললেন সহনাগরিকদের সঙ্গে। দেশ বাঁচাতে, বাংলা বাঁচাতে ভোট দেওয়ার আবেদন জানালেন বরানগরে।
১ জুন দমদম লোকসভা কেন্দ্রের সঙ্গেই ভোট এই কেন্দ্রেরই বরানগর বিধানসভায়। বরানগরে হবে উপনির্বাচন। দমদমে প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরানগরে প্রার্থী তন্ময় ভট্টাচার্য মঙ্গলবার ঘুরলেন মহল্লায় মহল্লায়। যৌথ প্রচারে সঙ্গী হলেন এলাকার বহু নাগরিক, বামপন্থী সমর্থক এবং বামফ্রন্টের নেতা ও কর্মীরা। বামফ্রন্ট মনোনীত দুই প্রার্থীকে সমর্থন দিয়েছে কংগ্রেস।
এদিন সন্ধ্যায় বিটি রোড অনন্যা সিনেমা হল বাসস্টপেজ থেকে শুরু হয় প্রচার। বিটি রোড ধরে মালঞ্চ আবাসন হয়ে রামচাঁদ মুখোপাধ্যায় লেন মতিলাল মল্লিক লেন দেশবন্ধু রোড হয়ে বনগর পৌরসভার কাছে গিয়ে আজকের সান্ধ্যকালীন প্রচার কর্মসূচি শেষ হয়।
ছিলেন বরানগর বামফ্রন্টের অন্যতম নেতা অশোক ভট্টাচার্য কিশোর গাঙ্গুলি, শানু রায়, এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক বরুণদেব ভট্টাচার্য সহ ছাত্র যুব মহিলা এবং প্রচুর বাম সমর্থক নাগরিকও এই প্রচার মিছিলে যোগ দেন।
Comments :0