টাকা গোনার মেশিন ও একাধিক মোবাইল ফোন সহ সোদপুর থেকে একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে খড়দহ থানার পুলিশ। উদ্ধার হয়েছে বেশকিছু প্যান কার্ড, এটিএম কার্ড, প্রেস কার্ড, নথিপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী। গাড়ির মালিকের খোঁজ চলছে। শুরু হয়েছে তদন্ত। পানিহাটির পৌর প্রধানের তত্বাবধানে সোদপুর অমরাবতী মাঠে শুরু হওয়া ৩৬ দিনের "পানিহাটি এক্সপো মেলা" র পাশে গত কয়েকদিন ধরে দরজা লক্ অবস্থাতে রহস্যজনক ভাবে গাড়িটি দাঁড় করানো ছিলো। রহস্যজনক গাড়িটি উদ্ধারের খবর জানাজানি হতেই নানান জল্পনা শুরু হয়েছে।
Mysterious Car
রহস্যজনক গাড়ি উদ্ধার সোদপুরে
×
Comments :0