কোটায় ফের এক ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন।
কোটা দেশের শিক্ষা মানচিত্রে চোখ টানার মতো নাম। রাজস্থানের এই শহরে বেসরকারি কোচিং প্রতিষ্ঠানের রমরমা। ইঞ্জিনিয়ারিংয়ে আইআইটি বা মেডিক্যালে নিট'র মতো কঠিন প্রবেশিকার প্রস্তুতি চলে কোচিংয়ে। মারাত্মক চাপে আত্মহত্যা হয়েছে বারবার।
কোটার কোচিং সেন্টার এবং আত্মহত্যা, সারা দেশে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। রাজস্থান সরকার কমিটিও গড়েছে। তবে শিক্ষা ব্যবসার এই শহরে কোনও প্রতিষ্ঠানের ওপর হাত পড়েনি।
প্রতিবছর দু লক্ষের বেশি ছাত্রছাত্রী ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং’র প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রস্তুতি নিতে রাজস্থানের কোটার কোচিং সেন্টারগুলিতে ভর্তি হয়। সাম্প্রতিক সময়ে কোটা থেকে একাধিক পড়ুয়ার আত্মহত্যার খবর মিলেছে। আশঙ্কা করা হচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার বাড়তি চাপ নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তারা।
Kota Student Death
কোটায় ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যা
×
Comments :0