BIMAN BASU

নাম ঘোষণার পরই মিছিল, বাকি আসনে চলছে আলোচনা

রাজ্য

বৃহস্পতিবার বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকা ঘোষণার পরই নিউবারাকপুরে মিছিল।

প্রথম তালিকায় ১৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। রাজ্যের বাকি আসনের জন্য কংগ্রেস এবং আইএসএফ’র মতো দলগুলির সঙ্গে আলোচনা চলছে। 
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নে এভাবেই পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি জানিয়েছেন, শনিবার ফের বৈঠক রয়েছে বামফ্রন্টের। তার আগেও এই দলগুলির সঙ্গে হতে পারে আলোচনা। 
বসু বলেছেন, ‘‘প্রথম তালিকায় নেই বলেই আসন সমঝোতা বা বোঝাপড়ার জন্য আলোচনা আর হবে না এমন নয়।’’ তিনি বলেন, ‘‘রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৬টি বামফ্রন্ট ঘোষণা করেছে।’’ 
এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন বামফ্রন্টের নেতৃবৃন্দ। ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।  তিনি বলেছেন, ‘‘প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে প্রচারে নেমেছে বামফ্রন্ট।’’ তিনিও জানিয়েছেন অন্য আসনগুলিতে সমঝোতার বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ‘‘বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকায় ১৬ জনের মধ্যে ১৪ জনই লোকসভা নির্বাচন লড়ছেন প্রথমবার। তাঁদের পরিচয় করানোর কাজ আছে। ফলে আলোচনায় দেরি হলে সমস্যা হয়।’’
কংগ্রেস সংক্রান্ত এক প্রশ্নে বসু জানান যে আলোচনার পর দিল্লিত দলের নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করার কথা রাজ্যের কংগ্রেস নেতাদের। বামফ্রন্ট নেতৃবৃন্দকে দিল্লির মতামত সম্পর্কে জানানোর কথা কংগ্রেস নেতাদের। সেই সঙ্গে বসু বলেছেন, ‘‘সমঝোতার আলোচনার ক্ষেত্রে আসনের দাবি বাস্তবসম্মত হওয়া উচিত।’’ 
এদিন আইএসএফ ৮টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এই আসনের তালিকায় ডায়মন্ডহারবার নেই। মাসখানেক আগেও আসএসএফ’র বিধায়ক নওশাদ সিদ্দিকি সংবাদমাধ্যমে ডায়মন্ডহারবারে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছে জানিয়েছিলেন। 
এক প্রশ্নে বিমান বসু বলেন, ‘‘আমাদের সঙ্গে আলোচনায় আইএসএফ ডায়মন্ডহারবারে লড়ার ইচ্ছে জানায়নি। যাদবপুরে প্রার্থী দিতে চেয়েছিল।’’
বসিরহাট, বারাসাত, মথুরাপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, জঙ্গীপুর, মুর্শিদাবাদ কেন্দ্রেরও প্রার্থী ঘোষণ করেছে আইএসএফ।   
সংবাদমাধ্যমের প্রশ্নে সেলিমও জানিয়েছেন আলোচনার মাঝে প্রার্থী তালিকা প্রকাশের অর্থ এই নয় যে মতবিনিময় প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে লড়তে তৈরি এমন সব শক্তির সঙ্গেই আলোচনা চলবে।

এদিন প্রার্থী তালিকায় রয়েছেন তিন মহিলা। বামফ্রন্ট মনোনীত এই তিন সিপিআই(এম) প্রার্থী শ্রীরামপুর কেন্দ্রে দীপ্সিতা ধর, আসানসোল কেন্দ্রে জাহানারা খান, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সায়রা শাহ হালিম।

Comments :0

Login to leave a comment