Mid Day Meal

বাঁকুড়ায় অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি

জেলা

Mid Day Meal


আবারও মিড ডে মিলে দেখা মিলল টিকটিকির। আর এই ঘটনা নজরে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। অভিযোগ, এলাকার ওই খাবার খেয়ে বেশ কিছু শিশু ও মা অসুস্থ হয়ে পড়েছেন! শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইন্দপুর থানার হাটগ্রাম উপর পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা গেছে খিচুড়ি খেয়ে অসুস্থ বেশ কয়েকজন পড়ুয়া। অন্যান্য দিনের মতো এদিন সকালে রান্না করা খিচুড়ি নিয়ে বাড়ি যায়। খাবার নিয়ে ঘরে যাওয়ার পর নিমাই ভদ্রের পরিবারের লোকজন দেখেন ডালে টিকটিকি ভাসছে। সেই ডাল বাড়ির একটি বাচ্চা খেয়েছে। পরে সে বমি করতে থাকে। এই খবর ছড়িয়ে পড়ার পরই আতঙ্ক ছড়িয়ে পরে। অনেককেই অসুস্থ বোধ করে। ২৭টি বাচ্চাকে বাঁকুড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ রাখার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়। সকলেই সুস্থ আছে। 


মিড ডে মিলের খাবার নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই শোনা গেছে একাধিক অভিযোগ। এর আগেও মিড ডে মিলে কখনও সাপ, কখনও ব্যাঙ, টিকটিকি, ইঁদুর আবার কখনও শুঁয়োপোকার দেখা মিলেছিল। মিড ডে মিলের খাবার নিম্নমানের হওয়ায় ক্ষোভও দেখিয়েছেন অভিভাবকরা। একাধিকবার জানিয়ে কোনও সুরাহা হয়নি অভিভাবকদের। এদিন ফের বাঁকুড়ায় অঙ্গনওয়াড়ির খিচুড়িতে মিলল টিকটিকি।

Comments :0

Login to leave a comment