বাজেট ঘিরে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিভিন্ন বক্তব্য অসত্য। তথ্য দিয়ে এই বক্পেতব্শয জানিয়েছে সিপিআই(এম)। শুক্রবার মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন তথ্য দেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি রাজ্যের বাজেটকে 'শাক দিয়ে মাছ ঢাকার বাজেট' বলে অভিহিত করেছেন।
সিপিআই(এম) পালটা তথ্য পেশ করে বলছে, রাজ্যের গতবারের বাজেটে দাবি করা হয়েছিল যে ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে ৭.৬ শতাংশ। এবারের বাজেটে বলা হয়েছে ২০২৩-২৪-এর অর্থনৈতিক বৃদ্ধির হার অনুমিত হার ৬.১ শতাংশ। অর্থাৎ গত বছরে বাজেটে অর্থনৈতিক বৃদ্ধির তথ্য অতিরঞ্জিত ছিল তা প্রমাণিত। সেক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবর্ষে ৬.৮ শতাংশ হারে অর্থনৈতিক বৃদ্ধির দাবি বিশ্বাসযোগ্য নয়। সামনের বাজেটে এটাকেও কমিয়ে আনা হবে। জাতীয় স্তরে অর্থনৈতিক বৃদ্ধির হার ২০২৩-২৪ অর্থবর্ষে ৮.৩ শতাংশ থেকে কমে ২০২৪-২৫-এ হয়েছে ৬.৪ শতাংশ; কেন্দ্রীয় সরকারের পূর্বাভাস ছিল ৭ শতাংশ। রাজ্য সরকারও কেন্দ্রের পথে হেঁটে অর্থনৈতিক বৃদ্ধির পরিসংখ্যান অতিরঞ্জিত করছে।
বলা হয়েছে, কৃষি এবং শিল্প বিনিয়োগে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। তথ্য দেওয়া হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তথ্য অনুযায়ী বামফ্রন্ট সরকারের মেয়াদে ২০১০-১১ পর্যন্ত পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে দেশের শীর্ষে ছিল। ২০২৩-২৪ সালে ধান উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে চলে এসেছে তেলেঙ্গানা (১.৬৮ কোটি টন), দ্বিতীয় স্থানে উত্তর প্রদেশ (১.৫৯ কোটি টন) এবং তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ (১.৫৭ কোটি টন)
বলা হয়েছে, ধান চাষে হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ত্রিপুরা এবং তামিলনাড়ুর মতন রাজ্য পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে আছে। ২০১০-১১ সাল পর্যন্ত মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের শীর্ষ স্থানে ছিল; ২০১১-১২ থেকে অন্ধ্রপ্রদেশ মাছের বার্ষিক উৎপাদনে পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে শীর্ষে উঠে গেছে। অন্ধ্রপ্রদেশে এখন পশ্চিমবঙ্গের তুলনায় দ্বিগুণেরও বেশি মাছ উৎপাদন হচ্ছে, বাংলার মানুষ অন্ধ্রপ্রদেশের মাছ খাচ্ছে
বলা হয়েছে যে গত বছরের বাজেটে দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে ২০২৪-২৫ অর্থবর্ষে মোট অভ্যন্তরীণ উৎপাদন (GSDP at Current Prices) হবে ১৮ লক্ষ ৭৯ হাজার কোটি টাকা। বর্তমান বাজেট দেখাচ্ছে যে মোট ঘরোয়া উৎপাদন আসলে হয়েছে ১৮ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্য সরকারের ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৬ হাজার কোটি টাকায়। সামনের অর্থবর্ষে এই ঋণ আরও বেড়ে ৭ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। গত বাজেটে বলা হয়েছিল ২০২৪-২৫-এ মোট ঘরোয়া উৎপাদনে রাজ্য সরকারের ঋণের অনুপাত (Debt-to-GSDP) কমে গিয়ে হবে ৩৭শতাংশ; বর্তমান বাজেটে এই ঋণের অনুপাত বেড়ে হয়েছে ৩৯ শতাংশ।পশ্চিমবঙ্গ মোট অভ্যন্তরীণ উৎপাদনে এবং সরকারি ঋণের অনুপাতে এখন দেশের সব রাজ্যের মধ্যে দ্বিতীয়।
Comments :0