Missing TMC Leader

পাঁচামীতে মিলল নিখোঁজ তৃণমূল নেতার ভাইপোর দেহ

রাজ্য

পাঁচামীর এক পাথর খাদানে বৃহস্পতিবার ভোর থেকে বিরাট পুলিশ বাহিনী নামে খনন কার্য। গত সাতদিন ধরে নিখোঁজ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তথা পাথর কারবারির দেহ উদ্ধারের তাগিদে এই খনন বলে জানা গেছে পুলিশ সূত্রে। পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় খাদানে মেলে মাটি চাপা পাথর কারবারির দেহ। মৃত পাথর কারবারি তৃণমূলের এক ব্লক সভাপতির ভাইপো। ঘটনা ঘিরে ফের রহস্য দাঁনা বেঁধেছে পাঁচামী জুড়ে। পাঁচামী পাথর বলয় জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। 
নিখোঁজ পাথর কারবারির পরিবার সূত্রে জানা গেছে, সালাউদ্দীন সেখ নামে ওই পাথর কারবারি সাতদিন ধরে নিখোঁজ ছিলেন। অভিযোগ দায়ের হয়েছে সিউড়ি থানায়। সিউড়ির লালকুঠি পাড়াতেই থাকতেন এই পাথর ব্যবসায়ী। তিনি তৃণমূলের সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলির ভাইপো। নিজে আইএনটিটিইউসি’র জেলা কমিটির সদস্য। সাতদিন নিখোঁজ এই পাথর কারবারির খোঁজ না মেলায় স্বাভাবিকভাবে শোরগোল পড়েছে চারিদিকে। পুলিশ তদন্তে নেমে তারক টুডু নামে অপর এক পাথর ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাকে এদিন সিউড়ি আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশ হেপাজতের অনুমতি দিয়েছেন। সিউড়ি আদালতের সরকারি আইনজীবি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘অপরহরণের মামলা রুজু করে পরিবারের করা অভিযোগের ভিত্তিতে তারক টুডুকে গ্রেপ্তার করা হয়েছে।’’ পরিবারের মুখ থেকেই উঠে এসেছে তারক টু্ডু নামে তৃণমূল ঘনিষ্ঠ এক পাথর ব্যবসায়ীর নাম। তার ভিত্তিতেই পুলিশ তারক টুডুকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র পেয়েছে বলে জানা গেছে। সেই সূত্র ধরেই এদিন পাঁচামীর শালডাঙ্গার এক পাথর খাদানে তল্লাশী শুরু করে পুলিশ। এদিন ভোর থেকে বিরাট পুলিশ বাহিনী নামে খনন কার্যে। সন্ধ্যায় উদ্ধার হয় নিঁখোজ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তথা পাথর কারবারির দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঠিয়ে দিয়েছে পুলিশ। ঘটনায় পাঁচামী পাথর বলয় জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। উল্লেখযোগ্য তথ্য, পাথর খাদানটির বর্তমান মালিক তারক টুডুই। 

Comments :0

Login to leave a comment