IMF

চলতি বছর মুখে পড়তে পারে দেশের এক তৃতীয়াংশ অর্থনীতি : আইএমএফ প্রধান

আন্তর্জাতিক

বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ চলতি বছর মন্দার মধ্যে পড়বে এমনই আশঙ্কা প্রকাশ করলেন আইএমএফ প্রধান ক্রিষ্টালিনা জর্জিয়েভা। তিনি বলেছেন যে, ২০২৩ সাল গত বছরের তুলনায় অর্থনৈতিক ভাবে কঠিন হবে। তাঁর আশঙ্কা এবছর মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ, চীন সহ একাধিক দেশের অর্থনীতি শ্লথ হবে।
আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা রবিবার সিবিএস নিউজ প্রোগ্রাম "ফেস দ্য নেশন" অনুষ্ঠান চলাকালীন এই মন্তব্য করেছেন। 


আইএমএফ’র প্রধানের কথায়, যেই সব দেশে অর্থনৈতিক মন্দা এখনও দেখা যায়নি বিশ্বের সেই সব দেশ গুলিতেও অর্থনৈতিক মন্দার মতো পরিস্থিতি তৈরি হবে। গোটা বিশ্ব যেভাবে অর্থনৈতিক বৃদ্ধির হার কমছে তাও উঠে এসেছে জর্জিয়েভার বক্তব্য। তিনি বলেন, ‘২০২১ সালে গোটা বিশ্বে অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। তা ২০২২ সালে কমে হয় ৩.২ শতাংশ।’ চলতি বছর সেই বৃদ্ধি আরও কমে ২.৭ শতাংশে দাঁড়াতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

Comments :0

Login to leave a comment