Baduria School

শিক্ষক নিয়োগের দাবিতে স্কুলের গেটে তালা

জেলা

পঠন পাঠনের মান কার্যত তলানিতে। শিক্ষকের সংখ্যা বাড়ানোর দাবি স্কুল পরিদর্শককে বারবার জানিয়েছেন অভিভাবকরা। প্রতিবারই আশ্বাস ছাড়া কিছুই মেলে নি। শেষমেশ বাধ্য হয়ে মঙ্গলবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। শিক্ষকের দাবিতে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে সামিল হয় ছাত্র ছাত্রীরাও। স্কুলের একমাত্র শিক্ষক ও একমাত্র পার্শ্ব শিক্ষককে ঢুকতে দেওয়া হলো না। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যশাইকাটি পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদমাধ্যম গেলে, বিক্ষোভকারীরা জানায়, এই স্কুলে শিশু বিভাগ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬টি শ্রেণি আছে। ১০০ জনের উপর ছাত্রছাত্রী। একসময় খুব ভালো পড়াশোনা হতো এই স্কুলে। ৬ জন শিক্ষক ছিল স্কুলে। কিন্তু এখন শিক্ষক কমতে কমতে একজন শিক্ষক আর একজন পার্শ্ব শিক্ষক দিয়ে চলছে স্কুল। যে কারণে ঠিক মতন পড়াশোনা হয় না। সামনেই পরীক্ষা। ছাত্র-ছাত্রীরা কী ভাবে পরীক্ষা দেবে? এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। বহুবার এস আই দপ্তরে অভিভাবকরা জানিয়েছেন। শুধু আশ্বাস মিলেছে। কোন কাজের কাজ হয়নি। তাই এদিন বাধ্য হয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা প্ল্যাকার্ড হাতে শিক্ষক নিয়োগের দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে  এবং ফের শিক্ষার মান পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে হবে। শিক্ষকের অভাবে ঠিক মতন পঠন-পাঠন হচ্ছে না স্বীকার করে নিলেন স্কুলের শিক্ষক পল্লব দত্ত। বাদুড়িয়ার এসআই, জেসমিরা খাতুন ফোনে জানান তালিকা তৈরি হয়ে গেছে। অবিলম্বে শিক্ষক নিয়োগ হবে স্কুলে।

Comments :0

Login to leave a comment