DANA CYCLONE

পুরী-সাগরদ্বীপের মাঝ দিয়ে ঢুকছে সাইক্লোন ‘দানা’

রাজ্য

ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝ বরাবর ডুকবে সাইক্লোন। গতি ক্রমশ বাড়াবে এই সাইক্লোন ‘দানা’। 
বৃহ্স্পতিবার ভোরেই পুরী এবং সাগরদ্বীপের মাঝ দিয়ে ‘দানা’ গতি নেবে বলে অনুমান করছে ভারতীয় আবহাওয়া বিভাগ। 
আরবি ‘দানা’ শব্দের অর্থ মুক্তো। এবার সাইক্লোনের এই নাম দিয়েছে কাতার।
আবহাওয়া বিভাগ জানিয়েছে ‘দানা’ কখন কোথায় উৎপত্তি নিয়ে কিভাবে এগবে। বলেছে, উত্তর আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিশায় এগবে।
২২ অক্টোবর, মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে অনুমান। ২৩ অক্টোবর, বুধবার সাইক্লোন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে থাকবে। বুধবারই সাইক্লোন পরিণত হবে এই নিম্নচাপ। 
উত্তর-পশ্চিম দিশায় সরতে থাকবে নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছাবে বৃহস্পতিবার সকালে। সাগরদ্বীপ এবং পুরীর মাঝে পৌঁছানোর সময়ই শক্তি যথেষ্টই থাকবে বলে অনুমান।
দু’রাজ্যেই উপকূল এলাকায় বাসিন্দাদের সতর্ক করার কাজ শুরু হয়েছে। মাইকিং চলছে। আবহাওয়া বিভাগও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করেছে।

Comments :0

Login to leave a comment