Migrant Worker Dies

কেরালায় দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল বাসন্তির গ্রামে

জেলা

কেরালার কোজিকোড়ে দুর্ঘটনায় আবু বাক্কার লস্কর(৩৬) নামে মৃত পরিযায়ী শ্রমিকের কফিন বন্দি দেহ নিয়ে আসা হয় বাসন্তীতে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসন্তীর পানিখালি গ্রামে মৃতদেহ পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন মৃত শ্রমিকের পরিবার পরিজন, গ্রামের বাসিন্দারা। 
জানা গিয়েছে, গত ৭ নভেম্বর গাছ থেকে পড়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কোজিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে সেখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেরালার স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব। কেরালা সরকারের শ্রম দপ্তরের মাধ্যমে ৫০ হাজার টাকা মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। 
বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা সিপিআই(এম) নেতা ইয়ুদ আলি শেখ বৃহস্পতিবার জানান, আবু বাক্কার লস্করের মৃত্যুর খবর তাঁর পরিবার জানার পর মৃতদেহ গ্রামে নিয়ে আসার বিষয়ে যোগাযোগ করায় সিপিআই(এম) নেতা তুষার ঘোষকে বিষয়টি জানাই। তিনি সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য বিজু কৃষ্ণান’র সঙ্গে যোগাযোগ করেন। কেরালার পার্টি কর্মীরা হাসপাতালে গিয়ে মৃতদেহ দ্রুত ময়নাতদন্ত করার বিষয়ে সহায়তা করেন। মৃতদেহ বিমানে পাঠানোর উদ্যোগ নেন। বিমান ভাড়ার ব্যবস্থাও তাঁরা করেছেন। এদিন সন্ধ্যায় পানিখালি গ্রামে মৃতদেহ পৌঁছলে সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ইয়ুদ আলি শেখ, আরাফৎ খানসহ স্থানীয় নেতৃত্ব।

Comments :0

Login to leave a comment