রাজ্যে প্রথম ৬ ঘন্টায় ভোটের হার ৫০.৯৬ শতাংশ। নির্বাচন কমিশন দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হারের এই তথ্য জানিয়েছে।
কোচবিহারে ভোটের হার ৫০.৬৯ শতাংশ। আলিপুরদুয়ারে ৫১.৫৮ শতাংশ এবং জলপাইগুড়িতে ৫০.৬৫ শতাংশ।
বেলা এগারোটা পর্যন্ত রাজ্যের তিন কেন্দ্রে ৩৩.৫৬ শতাংশ ভোট পড়েছিল।
কোচবিহারে ভোট পড়ে ৩৩.৬৩ শতাংশ, আলিপুরদুয়ারে ৩৫.২০ শতাংশ এবং জলপাইগুড়িতে ৩১.৯৪ শতাংশ ভোট পড়ে।
বহু ভোটকেন্দ্রেই চোখে পড়ছে দীর্ঘ সারি।
শুক্রবারই বুথ কার্যালয়ে বসে হৃদরোগে প্রয়াত হয়েছেন সিপিআই(এম)’র সদস্য প্রদীপ দাস। জলপাইগুড়ির ধুপগুড়ির পূর্ব মাগুর মারির পার্টি কর্মী তিনি। বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের বুথ কার্যালয়ে বসে হৃদরোগে আক্রান্ত হন কমরেড প্রদীপ দাস।
POLL PERCENTAGE 11AM
রাজ্যে ভোটের হার ৫০.৯৬%, সিপিআই(এম) সদস্যের মৃত্যু বুথে
×
Comments :0