Punjab vegetable seller

টাকা জমিয়ে কোচিং খুলতে চান পাঞ্জাবের পিএইচডি সবজি বিক্রেতা

জাতীয়

সবজি বিক্রেতা সন্দীপ সিং-এর ভ্যানের গায়ে লেখা পিএইচডি সবজি বিক্রেতা। ঘটনা এই রাজ্যের নয় পাঞ্জাবের। পাঞ্জাবি, রাষ্ট্রবিজ্ঞান, সাংবাদিকতা সহ চারটি বিষব স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। তার সাথে পিএইচডি। তাও সবজি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে তাকে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বছর ৪০ এর ওই ব্যাক্তি জানিয়েছেন যে তিনি পাটিয়ালা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী অধ্যাপক হিসাবে কাজ করেছেন। কিন্তু ঠিক সময় বেতন না পাওয়া, বেতন কেটে নেওয়ার মতো একাধিক সমস্যা দেখা দেওয়ায় তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। তিনি বলেন, ‘‘অস্থায়ী অধ্যাপক হিসাবে কাজে যোগ দেওয়ায় বেতনের কোন নিশ্চয়তা ছিল না। কোন মাসে টাকা পাচ্ছি তো কোন মাসে পাচ্ছি না। আবার কখনও কখনও কম টাকা দেওয়া হচ্ছে। যার ফলে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। তাই বাধ্য হয়ে কাজ ছেড়ে দিয়ে সবজি বিক্রি করতে শুরু করি।’’

উল্লেখ্য ইউজিসি নিয়ম অনুযায়ী একজন অতিথি বা অস্থায়ী অধ্যাপকের প্রতি ক্লাস অনুযায়ী দেড় হাজার টাকা পাওয়ার কথা। কিন্তু একাধিক রাজ্যে এই নিয়ম মানা হয়না। যেমন পশ্চিমবঙ্গেই এই নিয়ম মানা হয় না বলে অনেকের অভিযোগ। একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে অতিথি বা অস্থায়ী অধ্যাপকদের পাঁচ টাকা দেওয়া হয় প্রতি ক্লাস পিছু। এর পাশাপাশি এরাজ্যে অধ্যাপক নিয়োগ হচ্ছে না। নিয়োগ নিয়ে রয়েছে দুর্নীতির অভিযোগ। তবে পাটিয়ালা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সন্দিপকে কতো বেতন দেওয়া হতো তা তিনি বলেনননি।

তার কথায়, ‘‘যা বেতন পেতাম তার থেকে সবজি বিক্রি করে বেশি আয় করছি। তবে পড়ানোর ইচ্ছা মনে এখনও আছি। তাই প্রতিদিন রাতে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি। আর টাকা জামাচ্ছি নিজের একটা কোচিং খুলবো বলে।’’    

Comments :0

Login to leave a comment