দেশের শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিল কংগ্রেস। শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেল থেকে শ্রমিকদের জন্য ৫দফা সঙ্কল্পপত্র তুলে ধরেছেন।
রাহুল বলেছেন, ‘‘শ্রমিকদের জন্য স্বাস্থ্য অধিকার আইন আনা হবে। এই আইনের আওতায় শ্রমিকরা বিনামূল্যে রোগ পরীক্ষা, ওষুধ এবং চিকিৎসা পাবেন। শ্রম সম্মান আইন পাশ করা হবে। এর মাধ্যমে শ্রমিকরা দৈনিক ন্যূনতম ৪০০টাকা মজুরি পাবেন। রেগা শ্রমিকরাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন।’’
শ্রম সম্মান প্রকল্প অনুযায়ী, শ্রমিকদের ন্যূনতম মাসিক ১২ হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
এর পাশাপাশি শহুরে রোজগার গ্যারান্টি আইন আনারও কথা বলেছেন রাহুল গান্ধী। এই আইন অনুযায়ী, শহরে পরিকাঠামো নির্মাণ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সঙ্কটকে মাথায় রেখে শহুরে শ্রমিকদের কাজ সুনিশ্চিত করা হবে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য জীবন বীমা, দুর্ঘটনা বীমা চালু করা হবে। এর মাধ্যমে তাঁদের সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে আসা হবে।
প্রসঙ্গত, দেশের মধ্যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার শহুরে রোজগার যোজনা বাস্তবায়িত করে। সেই খাতে বাজেট বরাদ্দও করা হয়।
কংগ্রেসের পঞ্চম প্রতিশ্রুতি হল সুরক্ষিত রোজগারের কথা বলা। রাহুল বলেছেন, ‘‘মোদী সরকারের শ্রমিক বিরোধী আইনগুলির সমীক্ষা হবে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলিতে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করা হবে। চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদেরও সামাজিক সুরক্ষায় বলয়ে অন্তর্ভুক্ত করা হবে।’’
রাহুল এক্সে লিখেছেন, ‘‘যাঁরা ভারত নির্মাণ করেন, তাঁদের অধিকার সুনিশ্চিত করে কংগ্রেস ভবিষ্যতের রাষ্ট্রনির্মাণের ভিত্তি সুদৃঢ় করতে চায়। শ্রমিকের আর্থিক এবং সামাজিক সুরক্ষা সুনিশ্চিত হলে তা উৎপাদন ব্যবস্থায় বিপ্লব ঘটাবে। একইসঙ্গে দেশের আর্থিক বৃদ্ধির গতিপথও মজবুত করবে। মজবুত মজদুর দেশের শক্তিতে পরিণত হবে।’’
এর আগে মহিলা এবং যুব সম্প্রদায়ের জন্যও পাঁচদফা দাবি সংকল্পপত্র পেশ করেছিলেন রাহুল গান্ধী। যুবদের সংকল্প পত্রে ৩০ লক্ষ সরকারি পদে স্থায়ী নিয়োগ, সমস্ত স্নাতক ও ডিপ্লোমা প্রাপকদের বার্ষিক ১ লক্ষ টাকার স্টাইপেন্ডের অ্যাপ্রেন্টিসশিপের প্রতিশ্রুতিও ছিল সেই সংকল্পপত্রে। গিগ শ্রমিকদের সামাজিক সুরক্ষারও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
Comments :0