গোটা দেশের মতো রাজ্যেও সাত দফায় অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। শনিবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই সূচি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে
১৯ এপ্রিল ভোট কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।
২৬ এপ্রিল ভোট দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে।
৭ মে ভোট মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গীপুর, মু্র্শিদাবাদ।
১৩ মে ভোট বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানশোল, বোলপুর, বীরভূমে।
২০ মে ভোট বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগে।
২৫ মে ভোট তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুরে।
১ জুন ভোট দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরে।
ভোট গননা ৪ জুন।
Comments :0