SFI Protest

ছাত্র বিক্ষোভে উত্তাল পশ্চিম মেদিনীপুরে ৪টি কলেজ ক্যাম্পাস

রাজ্য জেলা

গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র সংসদ, ক্লাস রুমে শিক্ষক, নিয়মিত ক্লাস, শিক্ষা পরিকাঠামোর সংস্কার ও উন্নয়নের দাবি জানালো ছাত্ররা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় এসএফআই’র ডাকে চারটি কলেজ ক্যাম্পাস উত্তাল হলো ছাত্র বিক্ষোভ, ঘেরাও অবস্থানে।
অগণতান্ত্রিকভাবে ছাত্র সংসদগুলি দখল করে তৃণমূল ছাত্র পরিষদের তোলাবাজি, ভর্তিতে দুর্নীতি চলত। গোষ্ঠী কোন্দলের মারপিটে বহু নিরীহ পড়ুয়াকেও আক্রান্ত হতে হয়েছে। ক্যাম্পাসে চলত বহিরাগতদের দাদাগিরি।
কিন্তু সাম্প্রতিক সময়ে এসএফআই’র লাগাতার আন্দোলনের চাপে পড়ে এই দখলীকৃত ছাত্র সংসদগুলিকে অবৈধ বলে ঘোষণা করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন কলেজে তথাকথিত ইউনিয়ন রুমে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, অটোনোমাস কলেজগুলোতেও বন্ধ রয়েছে ছাত্র সংসদ নির্বাচন, তার পরিবর্তে কলেজ কর্তৃপক্ষ ও প্রফেসরদের পছন্দের ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরি হয়েছে ‘স্টুডেন্টস কাউন্সিল’। অথচ এই কাউন্সিলের না আছে কোনও ক্ষমতা, না আছে কোনও কার্যক্রম। মেদিনীপুর কলেজে ব্যাপক দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ। অন্যদিকে, ক্যাম্পাসে বর্ধিত ছাত্রসংখ্যার সঙ্গে পর্যাপ্ত ক্লাসরুম সহ ল্যাব নেই কেমিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশনের মতো বেশ কিছু বিভাগে। নতুন শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বই লাইব্রেরিতে নেই, প্র্যাকটিক্যালের জন্য প্রয়োজনীয় যন্ত্রও নেই।
এসব সমস্যা সমাধানে ছাত্র প্রতিনিধিও নেই কলেজ পরিচালন কমিটিতে। ছাত্র সংসদ গঠন বন্ধ রেখে ছাত্রদের শিক্ষা সংক্রান্ত সমস্যা ও সংকটকে জিইয়ে রাখা হচ্ছে।
এসবের বিরুদ্ধে বুধবার শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধান ও নির্বাচিত ছাত্র সংসদ গঠনের দাবি নিয়ে এসএফআই’র ডাকে মেদিনীপুর কলেজ (অটোনোমাস) ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখান। অধ্যক্ষ দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চলে বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এরপর অধ্যক্ষ বাধ্য হন কলেজের এসএফআই ইউনিটের সঙ্গে আলোচনায় বসতে। অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের দাবি মেনে এক মাসের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করা এবং ক্লাসরুমে হাত ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করার প্রতিশ্রুতি দিলে আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। এদিন একই দাবিতে জেলার চাঁইপাট কলেজ, গোয়ালতোড় কলেজ ও মহিলা কলেজে বিক্ষোভ, ডেপুটেশন কর্মসূচি হয়।

Comments :0

Login to leave a comment