SFI

ক্যান্টিনের পাশে ছাত্ররা, চালালেন নিবিড় প্রচারও

কলকাতা

SFI

নিজেদের হাতখরচের টাকা জমিয়ে যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনকে অর্থ সাহায্য করল ছাত্ররা। ছাত্ররা জানিয়েছেন, সাধ্যমত অর্থ সাহায্যের পাশাপাশি যাদবপুর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচারেও জোর কদমে সামিল হয়েছেন তাঁরা। 

যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা কর্পোরেশনের ৯৬ নম্বর ওয়ার্ড। সেখানকার ছাত্রছাত্রী এবং এসএফআই কর্মীরা মিলে নিজেদের জমানো হাত খরচার টাকা অর্থসাহায্য হিসেবে তুলে দিলেন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের তহবিলে। 

কোভিড, এবং তার পরবর্তী লকডাউনের সময়ে  শুরু হয়েছিল যাদবপুরের এই শ্রমজীবী ক্যান্টিন। ইতিমধ্যেই  চার বছর পূর্ণ করে ফেলেছে যাদবপুরের রান্নাঘর। সমাজের বিভিন্ন অংশের এবং স্তরের মানুষ  বামপন্থীদের এই উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছেন নানা সময়ে। এবার শ্রমজীবী ক্যান্টিনের পাশে এসে দাঁড়ালেন ছাত্র সমাজ। 

 অর্থ সাহায্যের পাশাপাশি জোরকদমে নির্বাচনী প্রচারও চালাছেন ছাত্র ছাত্রীরা। ৯৬ নম্বর ওয়ার্ডের অলি-গলিতে এসএফআই'র সদ্য প্রাক্তন রাজ্য সম্পাদকের প্রচার করে চলেছেন তাঁরা।  এলাকার মানুষের সঙ্গে গড়ে তোলা হচ্ছে নিবিড়  জনসংযোগ।  

Comments :0

Login to leave a comment