shootout at saktigarh

শক্তিগড়ে শ্যুট আউট নিহত কয়লা ব্যবসায়ী

রাজ্য

shootout at saktigarh


শ্যুট আউটে মারা গেলেন দুর্গাপুরের কয়লা ব্যবসায়ী রাজু ঝাঁ। জখম হয়েছেন তাঁর দুই সঙ্গীও। তাদের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁরা ভির্ত রয়েছেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে জেলা পুলিশের আধিকারীকরা ঘটনাস্থলে পৌঁছান। প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। শক্তিগড় থানার আমড়া এলাকায় একটি ল্যাংচার দোকানের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় কয়লা ব্যবসায়ী রাজু ঝাঁ গাড়িতে চেপে কলকাতার দিকে যাচ্ছিলেন। দোকানের সামনে গাড়ি দাঁড় করানো ছিল। সেই সময় একটি গাড়িতে চেপে আসে কয়েকজন দুষ্কৃতী। দুই দুষ্কৃতি গাড়ি থেকে নামে।

 একজন লোহার রড দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দেয়। সেখান দিয়েই এলোপাথারি গুলি চালায় অপর দুষ্কৃতী। গুলিতে ঘটনাস্থলেই কয়লা ব্যবসায়ীর মৃত্যু হয়। জখম হন তাঁর দুই সঙ্গীও। ঘটনার পর দ্রুত গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গেছে কয়লা ব্যবসার পাশাপাশি রাজুর হোটেল ব্যবসাও রয়েছে। ২০২১ সালে নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। তা নিয়ে বিস্তর বিতর্ক ছড়ায়। চাপে পড়ে তাঁর দলে যোগদানের কথা অস্বীকার করে বিজেপি রাজ্য নেতৃত্ব। যদিও বিজেপির বিভিন্ন নেতার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে বিরোধীদের অভিযোগ। কয়লার অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকবার তিনি গ্রেপ্তার হন। পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। একসময় রাজ্যের শাসক দলের সঙ্গেও তাঁর যোগ ছিল বলে অভিযোগ।
 

Comments :0

Login to leave a comment