Accident

ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু

রাজ্য জেলা

পথচারীর মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠল হুগলীর শ্রীরামপুর। ট্রাফিক কিয়স্ক ভাঙচুর ,রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সাধারণ মানুষের।

হুগলীর শ্রীরামপুর পিয়ারাপুর মোড়ে দিল্লি রোড়ে সাইকেল আরোহী এক মহিলাকে পিষে দিয়ে চলে যায় ডাম্পার। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে দিল্লি রোড় অবরোধ করেন এলাকাবাসী। মৃত বছর ৫৬ ওই মহিলার নাম নাম পুষ্পা সাঁতরা। বাড়ি বড় বেলু মনসাতলায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলা বেপরোয়া ডাম্পার তাকে পিষে দেয়। ট্রাফিক থাকা সত্ত্বেও দূর্ঘটনা ঘটছে অভিযোগ স্থানীয়দের। দিল্লি রোডের উপর ট্রাফিক কিয়স্ক ভাঙচুর করে উত্তেজিত জনতা।

ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। অবরোধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় দিল্লি রোডে। প্রায় দু ঘণ্টা ধরে চলে অবরোধ।

মৃতের আত্মীয় সুকুমার মালিক বলেন, ‘‘সকালবেলা সাতটার সময় লিলুয়া বাড়ি থেকে কাজে যাচ্ছি বলে বেরিয়ে ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল জেঠিমা। বেপরোয়া ডাম্পার এসে তাকে পিষে দিয়ে চলে যায়। যারা ট্রফিকে ডিউটি করেন তারা পয়সা নিয়ে গাড়ি ঢোকায়। আমরা তাদের শাস্তি চাই।’’

সাবিত্রী মালিক নামে এক মহিলা বলেন, ‘‘অধিকাংশ দিন ট্রাফিক পুলিশটা গাছের তলায় বসে মোবাইল ফোন দেখে। তারা মানুষকে দেখতে পারেনা। ৭টা বাজলেই রোজ কাজে যায় পুষ্পা সাঁতরা। বাড়িতে তার অসুস্থ একটি মাত্র ছেলে।’’

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। চন্দননগর পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চলছে। রাস্তা অবরোধের পাশাপাশি পেয়ারাপুর ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে স্হানীয় বাসিন্দাররা।

দুর্ঘটনা প্রসঙ্গে চন্দননগর পুলিশের এসিপি-২ শুভঙ্কর বিশ্বাস জানিয়েছেন, ‘‘ডাম্পারটি বড়ার দিক থেকে চুঁচুড়ার দিকে যাওয়ার জন্য বাঁক নেওয়ার সময় মহিলাকে চাপা দেয়। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয়। এরপর মৃতের পরিবার প্রতিবেশিরা অবরোধ শুরু করে। আমরা বলেছি  মৃতের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ঘাতক ডাম্পার এবং তার চালককে আটক করা হয়েছে। পেয়ারাপুর এলাকায় ট্রাফিক ব্যবস্থা আরও যাতে ভালো করা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। যেসব অভিযোগ উঠে আসছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। সে সময় যারা ডিউটি করছিল তাদের যদি কোন গাফিলতি থাকে তার বিভাগীয় তদন্ত হবে। রাস্তার উপর যে সিসি ক্যামেরা রয়েছে তার ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

Comments :0

Login to leave a comment