Asansol

আসানসোলে বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া

রাজ্য লোকসভা ২০২৪

আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। প্রথমবার দার্জিলিঙ আসন থেকে লড়ে ২০১৪ সালে জয়ী হয়েছিলেন তিনি। গত লোকসভা নির্বাচনে ২০১৯ সালে বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়েন তিনি। জয়ীও হন। এবার বিজেপির পক্ষ থেকে যেই প্রার্থী তালিকা ঘোষনা করা হয়েছিল তাতে নাম ছিল না আলুওয়ালিয়ার।

আসানসোল থেকে প্রার্থী করা হয় পবন সিংকে। নাম ঘোষনার পর দিনই তিনি জানিয়ে দেন যে তিনি প্রার্থী হবেন না। তারপর ওই আসনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে শুরু হয় জল্পনা।

সিপিআই(এম) এই কেন্দ্রে প্রার্থী করেছেন জামুরিয়ার প্রাক্তন বিধায়ক, রাজ্যের মহিলা আন্দোলনের নেত্রী জাহানারা খানকে। প্রচারে বেরিয়ে ভালো সাড়াও পাচ্ছেন সিপিআই(এম) প্রার্থী।

তৃণমূলের হয়ে লড়ছেন শত্রুঘ্ন সিনহা। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন