Bande Bharat Express

বন্দে ভারত লক্ষ করে ছোঁড়া হলো পাথর

জাতীয় রাজ্য

মালদহের কুমারগঞ্জ (kumargunj) স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস (bande bharat express) লক্ষ করে ছোঁড়া হলো পাথর। রেল সূত্রে খবর সোমবার বিকেলের দিকে এই ঘটনাটি ঘটেছে। মালদহ স্টেশনের দিকে যাওয়ার সময় আচমকা পাথর ছোঁড়া হয়। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা এখনও পর্যন্ত রেলের পক্ষ থেকে জানানো হয়নি।

তবে এই ঘটনার পরিপ্রক্ষিতে রেল পুলিশের আইসি প্রশান্ত রাইয়ের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় যাত্রী সহ কেউ আহত হয়নি। তবে পাথর ছোঁড়ার কারণে সি ১৩ নম্বর কোচের কাঁচের দরজা ক্ষতিগ্রস্থ হয়েছে। 

৩০ ডিসেম্বর হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সময় জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্ক তৈরি হয়। সোমবারের ঘটনাকে নিয়ে ফের শুরু হয়েছে রাজনীতি। বিজেপির পক্ষ থেকে এনআইএ তদন্তের দাবি করা হয়েছে। উল্লেখ্য গোটা রাজ্য থেকে যখন প্রতিদিন বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে তখন বিজেপি এনআইএ তদন্তের দাবি তোলেনি।  

Comments :0

Login to leave a comment