রাস্তাই মঞ্চ। রাস্তাতেই পথচলতি জনতার কাছে তুলে ধরা কথা। অভিনয়ে সংলাপে। এমনই প্রচার চলছে জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে পথনাটক পরিবেশিত হল জলপাইগুড়িতে।
সিপিআই(এম) ১৭ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগ কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী তরুণ শিক্ষক নেতা কমরেড দেবরাজ বর্মনের সমর্থনে রবিবার জলপাইগুড়ি পৌর বাজারে দুটি পথ নাটকের মাধ্যমে এবং ছোট ছোট পথসভার মাধ্যমে প্রচার করা হয়। " শূন্য কিন্তু শূন্য নয়" এবং "চোর চূর্ণীর পালা " পথনাটক দুটি বাজারে বাজার করতে আসা ও পথ চলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সমসাময়িক রাজনৈতিক ইস্যুগুলো গানে কবিতায় অভিনয় খুব সহজ সরল ভাষায় মানুষের কাছে পৌঁছে দিলেন জলপাইগুড়ির অভিনেতারা। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে নির্বাচনকে সামনে রেখে ২ টি নাটক তৈরী করা হয়েছে, শহরের একাধিক স্থানে এই নাটক গুলি পরিবেশিত হবে বলে জানা গেছে।
Comments :0