PETROL PUMP STRIKE RAIGANJ

ব্যবসা বাঁচাতে ধর্মঘট, বলছেন পেট্রোল পাম্প মালিকরা

জেলা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ফাঁকা পেট্রোল পাম্প। ছবি: বিশ্বনাথ সিংহ

এবারের পঞ্চায়েত ভোট, ২০২১ বিধানসভা ভোট ছাড়াও বিভিন্ন প্রশাসনের কাজে ব্যবহৃত তেলের বকেয়া ১৯ কোটি টাকা প্রায়। বার বার প্রশাসনের কাজে আবেদন নিবেদন করেও কাজের কাজ কিছু হয়নি বাধ্য হয়েই সারা উত্তর বঙ্গ জুড়ে পেট্রোল পাম্পগুলো বন্ধ। 
এবছর পঞ্চায়েত নির্বাচনের জন্য এমনকি জেলায় কেন্দ্রীয় বাহিনীর গাড়িগুলোতে ৩ কোটি টাকার উপরে তেল দেওয়া হয়েছে। সেই প্রাপ্য টাকা এখনো মেটায়নি প্রশাসন।  টাকার অভাবে বেশ কয়েকটা পেট্রোল পাম্প বন্ধ হতে চলেছে। 
গোটা উত্তরবঙ্গে প্রশাসনের কাছে পেট্রোলের বিল বাকি রয়েছে ১৯ কোটি টাকা। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের সমস্ত পেট্রোল পাম্প ২৪ ঘণ্টা ধর্মঘট চলছে। 
বিধানসভার বাজেট অধিবেশনে রাজস্ব আদায় এবং আর্থিক উন্নতিতে ব্যাপক সাফল্যের দাবি করছে রাজ্যের তৃণমূল সরকার। সেক্ষেত্রে পেট্রোল পাম্পে বকেয়া কেন পড়ে রয়েছে, উঠছে সে প্রশ্নও।
জেলা শাসকের দপ্তর, স্বাস্থ্য দপ্তর ও বিডিও অফিসগুলি রয়েছে এমনকি থানার তেলের টাকা বাকি। গত কয়েক মাস ধরে দপ্তরগুলির কাছে একাধিকবার টাকার জন্যে আবেদন নিবেদনের পরেও দপ্তরগুলির পক্ষে ওই টাকা পরিশোধ করা হয়নি। এতে ব্যাপক ক্ষুব্ধ পেট্রোল পাম্পগুলির মালিকরা। 
উত্তর দিনাজপুর জেলার পেট্রোল পাম্প মালিক সংগঠনের জেলা সম্পাদক শুভজিত পালের  বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনে জেলা প্রশাসনকে বাকিতে তেল দিয়ে তাঁদের যে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রশাসনকে তাঁদের পক্ষে বাকিতে তেল দেওয়া কোনওভাবেই সম্ভব নয়।
চেম্বার অফ কমার্স জেলা সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন, এভাবে ব্যবসা করতে গিয়ে সমস্যায় জর্জরিত মালিকেরা। চারিদিকে বেকার চাকরি পাচ্ছে না, পেট্রোল পাম্পে দু একজন ছেলেরা কাজ করছে, তাদেরও কাজ প্রায় অনিশ্চিত। ব্যঙ্কের ঋণের বোঝা বাড়ছে। 
একটি পেট্রোল পাম্পের মালিক সোমনাথ বোস বলেন বকেয়া  ১৫ লক্ষ টাকার মতো বাকি রয়েছে। সব মিলিয়ে আমরা খুবই সমস্যায় পড়েছি।’ বিষয়টি নিয়ে জেলা শাসক বিভিন্ন দপ্তরে একাধিকবার দরবার করেও কোনো হেলদোল নেই। বাধ্য হয়েই ধর্মঘট শামিল হতে হয়েছে।

Comments :0

Login to leave a comment