Encounter

গুলির লড়াইয়ে পুলওয়ামায় হত সন্ত্রাসবাদী

জাতীয়

নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে বৃহস্পতিবার মৃত্যু হলো এক সন্ত্রাসবাদীর। পুলিশের দাবি, এদিন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। 
এদিন ভোররাতে দক্ষিণ কাশ্মীর জেলার রাজপোরা এলাকার ফ্রেসিপোরা গ্রামে জঙ্গলের ভিতর গুলির লড়াই শুরু হয়। বিশ্বস্ত সূত্রে সন্ত্রাসবাদীদের গোপন ডেরার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলে তারা। নির্দিষ্টভাবে সন্ত্রাসবাদীদের ডেরার দিকে বাহিনী এগতে শুরু করলেই উলটো দিক থেকে গুলি চলতে শুরু করে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। সেনাবাহিনীর দাবি, বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে তাতে একজন সন্ত্রাসীবাদী নিহত হয়েছে। কাশ্মীর জোন পুলিশ এক্স-এ একটি পোস্ট করে বলেছে, মৃত উগ্রপন্থীর পরিচয় এখনও জানা যায়নি। মৃতের পরিচয় এবং কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর তা জানা চেষ্টা করা হচ্ছে। দুই পক্ষের মধ্যে এখনও গুলির লড়াই চলছে। 

Comments :0

Login to leave a comment