Toy Train Darjeeling

ফের লাইনচ্যুত টয়ট্রেন

জেলা

সোমবার দার্জিলিঙের কাকঝোরায় টয়ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। লাইন থেকে বাইরে বেরিয়ে যায় ইঞ্জিন। বছরের প্রথম দিনে দার্জিলিঙে টয়ট্রেন লাইনচ্যুত হবার ঘটনায় হতাশ পর্যটকেরা। জানা গেছে, এদিন টয়ট্রেনের দুটি বগিতে ৬০ জন পর্যটক নিয়ে ঘুম স্টেশন থেকে টয়ট্রেনটি রওনা হয়েছিলো। পথে ইঞ্জিনে লাইনচ্যুত হয়ে যায়। টয়ট্রেন দুর্ঘটনার মুখে পড়লে টয়ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। নিউ ইয়ারে দার্জিলিঙ পাহাড়ের সমস্ত পর্যটনস্থলগুলোই পর্যটকদের ভিড়ে জমজমাট। হেরিটেজ টয়ট্রেনে সফর করার ইচ্ছে নিয়েই দার্জিলিঙে বেড়াতে আসেন পর্যটকরা। যদিও দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত টয়ট্রেনের ইঞ্জিনটি লাইনে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। 

সম্প্রতি সময়ে একাধিকবার টয়ট্রেন যাত্রায় বিঘ্ন ঘটেছে। কখনও ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। আবার কখনও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। গত ডিসেম্বর মাসেও টয়ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে পর্যটকদের মাঝরাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিলো টয়ট্রেন থেকে। পর্যটন মরশুমে বার বার এই ধরনের ঘটনায় হতাশার সৃষ্টি হয়েছে পর্যটকদের মধ্যে। উত্তর পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ঘুম এবং দার্জিলিঙ স্টেশনের মধ্যবর্তী এলাকায় পর্যটকবোঝাই জয়রাইডের স্টিম ইঞ্জিন লাইনচ্যুত হবার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর নেই।
 

Comments :0

Login to leave a comment