খাদ্য সুরক্ষা দিতে হবে। ভেঙে দেওয়া যাবে না রেশন ব্যবস্থা। দুই দাবিতে মহিলাদের বিক্ষোভে থমকে পড়ল মুম্বাইয়ের বড় অংশ।
মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে হয়েছে এই বিক্ষোভ। অংশ নেন দেশের মহিলা আন্দোলনের প্রবীণ নেত্রী বৃন্দা কারাত। পরে রাজ্যের খাদ্যমন্ত্রী ছগন ভুজবলের সঙ্গে দেখা করে দাবিপত্রও দেন মহিলা সমিতির নেতৃবৃন্দ।
মুম্বাইয়ে আজাদ ময়দান এলাকায় মহিলা সমিতির দপ্তরের সামনে ফুটপাতে অবস্থানে বসতে চেয়েছিলেন সংগঠনের কর্মীরা। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। পুলিশ বলে যে বিক্ষোভের জন্য আজাদ ময়দানের নির্দিষ্ট এলাকাতেই জমায়েত করতে হবে।
এরপরই মহিলা সমিতির বিশাল মিছিল বের হয় বৃহণ্মুম্বাই কর্পোরেশন দপ্তরের সামনে। রাস্তা আটকে যায় মিছিলে।
Comments :0