রহস্যজনকভাবে নিখোঁজ ও মৃত্যু দুর্গাপুর ইস্পাত কারখানার এক অধিকারিকের। মৃত আধিকারিকের নাম সমিত ভট্টাচার্য(৫৪)। দুর্গাপুর সিটি সেন্টার সেইল সমবায় আবাসন বাঘাযতীন পথে বাড়ি তাঁর। বাড়িতে স্ত্রী ও এক পুত্র রয়েছেন। শনিবার সকালে তিনি ডিএসপি’তে কাজে গিয়েছিলেন। বেলা ১১টা থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর গাড়ি, টিফিন, ব্যাগ সবই ছিল কারখানার মধ্যে। সিসি টিভিতে তাঁকে গেট দিয়ে বাইরে বের হতেও দেখা যায়নি। ওয়ারিয়া থানায় নিখোঁজ ডায়রি করা হয়। পুলিশ ও সিআইএসএফ প্রশিক্ষিত কুকুর নিয়ে তদন্তে নামে। অবশেষে সাড়ে ১৫ ঘন্টা পরে ডিএসপি’র নিখোঁজ আধিকারিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছ। তিনি যেই বিভাগের জেনারেল ম্যানেজার (অপারেশন) ছিলেন, সেই র’মেটিরিয়াল হ্যান্ডলিং প্ল্যান্ট ( আরএমএইচপি)’র জাংশন ২৫ বাঙ্কারের লিফ্টের নিচ বা বেসমেন্ট থেকে।
শনিবার রাত ২.৫০ মিনিট নাগাদ এক আধিকারিক লিফ্টের বেসমেন্টে মৃতদেহটি দেখেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইস্পাত মেন হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ পুলিশ যখন নিয়ে যায় তখন ডিরেক্টার ইনচার্জ বিপি সিং সহ উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মৃতের ভাই হাসপাতালে ছিলেন।
মৃতের স্ত্রী সহ পরিবারের সদস্যরা মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁরা উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। তাঁদের দাবি অনুযায়ী মৃতদেহ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তদন্তের স্বার্থে মৃতের পরিবার মৃতদেহ সংরক্ষণের জন্যও দাবি জানিয়েছেন।
এদিকে শ্রমিক ও কর্মচারি মহলও এই মৃত্যুকে রহস্য জনক মৃত্যু বলছেন। থ্রেট কালচারের ধাঁচে আধিকারিকদের অনেকের ওপর অনৈতিক চাপ তৈরি কথাও চাউর হয়েছে। দু’দিন আগে অনেকের সামনে জনৈক উচ্চ আধিকারিক সমিত ভট্টাচার্যকে আপাদমস্তক অপমান করেছেন বলে শোনা যাচ্ছে। এই ঘটনার পর তিনি অনেককেই বলেছেন যে আর চাকরি করা যাবেনা। সম্প্রতি আরএমএইচপি বিভাগের এইচওডি সহ দুজন অধিকারিককে শাস্তি মূলক ব্যবস্থা হিসাবে অন্য বিভাগে স্থানান্তর করা হয়েছে।
হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে। ইউনিয়নগুলির প্রতিনিধিদেরও তদন্ত কমিটিতে রাখার দাবি জানানো হয়েছে। কর্তৃপক্ষ ইউনিয়নের প্রতিনিধিদের না নিয়েই একটি তদন্ত কমিটি গঠন করেছে।
Durgapur Steel Plant
রহস্যজনক মৃত্যু ডিএসপি’র নিখোঁজ আধিকারিকের
×
Comments :0