Copa America 2024

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

খেলা

কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা। আজ ম্যাচের ৯০ মিনিট অবধি স্কোরলাইন ১-১ ছিল। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম শট নেন মেসি। মিস করেন। শেষ অবধি আর্জেন্টিনা ইকুয়েডরকে পেনাল্টি শুটআউটে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল গোল কিপার এমি মার্টিনেজের কাঁধে ভর করে। এদিন ম্যাচের ৩৫ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। লিওনেল মেসির কর্নার থেকে হেড করে বলটি বাঁ দিকের পোস্টে পাঠান ম্যাক অ্যালিস্টার। সেখানে থাকা লিসান্দ্রো মার্টিনেজ হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করেও নষ্ট করে। অন্যদিকে আর্জেন্টিনার গোলরক্ষকের অনবদ্য ভূমিকার কথাও উল্লেখযোগ্য। এরপরে ম্যাচের অতিরিক্ত সময়ে একটি সাধারণ হেডে গোল শোধ করে ইকুয়েডর। ইনজুরি টাইমের শুরুতে গোল শোধ করেন ইকুয়েডরের কেভিন রড্রিগেজ। যার ফলে নির্ধারিত ৯০ মিনিট অবধি ম্যাচের স্কোরলাইন হয় ১-১। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ট্রাইব্রেকার ফের আগুন মেজাজে জ্বলে ওঠেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। অনবদ্য দুটি সেভ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি।

Comments :0

Login to leave a comment