Copa America

কোপা আমেরিকার দল ঘোষণা আর্জেন্টিনার

খেলা

আগামী ২১ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত কোপা আমেরিকার আসর চলবে। কানাডা ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্জেন্তিনা। তার আগে রবিবার কোপার চূড়ান্ত দল ঘোষণা করলেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। এদিন কোপা আমেরিকার জন্য ২৬ জনের দল ঘোষণা করল আর্জেন্টিনা। 


এক নজরে দেখে নেওয়া যাক মেসিদের দল। 

গোলরক্ষক- মার্তিনেস, আরমানি, রুইলি। 

ডিফেন্ডার - মন্টিয়েল, মোলিনা, রোমেরো, পেজ়েল্লা, কুয়ের্তা, ওটামেন্ডি, মার্তিনেস, আকুনা, ট্যাগলিয়াফিকো। 

মিডফিল্ডার- রদ্রিগেস, পারেদেস, ম্যাক অ্যালিস্টার, ডি পল, প্যালাসিয়স, ফের্নান্দেস, লো সেলসো। 

স্ট্রাইকার- মেসি, দি মারিয়া, কার্বোনি, গারনাচো, গঞ্জালেস, মার্তিনেস, আলভারে।

 স্কালোনির ২৯ সদস্যের দল থেকে বাদ পড়া ফুটবলাররা হলেন- আনহেল কোরেয়া, লিওনা্দো বালের্দি ও ভ্যালেন্টিন বার্কো।

Comments :0

Login to leave a comment