Brigade

ব্রিগেডের সমর্থনে চা শ্রমিকদের গেট মিটিং

জেলা

আলিপুরদুয়ার জেলার শ্রীনাথপুর চা বাগানে শ্রমিকদের নিয়ে গেট মিটিং।

২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তিবাসীরা। ব্রিগেড সমাবেশ সফল করতে বুধবার চা শ্রমিকদের গেট মিটিং হয়। শ্রমকোড বাতিল, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, জমির পাট্টা, চা বাগানের জমি লুটেরাদের হাতে তুলে দেবার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী ২০ শে এপ্রিল শ্রমজীবীর ব্রিগেডে সামিল হবার আহ্বান জানিয়ে এদিন সকালে শ্রীনাথপুর চা বাগানে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা বিদুৎ গুন এবং ইউনিট সম্পাদক অমিত মঙ্গর। 
নেতৃবৃন্দ বলেন, বন্ধ চা বাগানে শ্রমিকদের জীবন জীবিকা অনিশ্চিত করে দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য, শিক্ষা তলানিতে নিয়ে গেছে। শ্রমিকরা ভীন রাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের জন্য। পরিস্থিতি এমন যে বাইরে কাজ করতে না গেলে চায়ের ফুল আর ঢেঁকিশাক সেদ্ধ করে পরিবারকে খেতে হচ্ছে। কেউ জানে না কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। পড়ুয়ারা স্কুল ছুট হচ্ছে। কাজের সন্ধানে সকাল হলেই শহরে ছুটছে। নারী পাচার, নারীদের উপর অত্যাচার বেড়েছে এই সরকারের আমলে। এখন কাজের দিন কমিয়ে দিয়ে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। চা শ্রমিকদের শত্রু হিসেবে কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। গরিব মানুষের মধ্যে বিভাজনের নামে লড়াই লাগানোর চেষ্টা হচ্ছে। দুই দলের দ্বারা সাম্প্রদায়িক রাজনীতিতে আক্রান্ত গরিব মানুষের স্বার্থ। এই দুই শক্তির বিরুদ্ধে প্রত্যেক বুথে লড়াইকে আরও শক্তিশালী করে তুলতে হবে। শ্রমজীবী মানুষকে কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিতে চাইছে। এর বিরুদ্ধে এই ব্রিগেড ঐতিহাসিক সমাবেশ করে সেই প্রতিবাদ আরো জোরালো করতে হবে।

Comments :0

Login to leave a comment