চিপকে প্রথম ইনিংসে রোহিতের মুম্বই করল ১৫৫রান। ০রানে আউট হন রোহিত। সুর্যকুমার কুমার করেন ২৯ রান। তিলক বর্মা ২৯রান। চেন্নাইয়ের বোলিংয়ের কাছে কার্যত হার মানলো রোহিতরা। নূর আহমেদ নেন ৪টি উইকেট। খালেদ আহমেদ ২টি। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ধোনিদের লক্ষ্য ১৫৬ রান।
লক্ষ্যপূরণে নেমে রাঁচীন রবীন্দ্র করেন ৬৫ রান। অধিনায়ক ঋতুরাজ করেন ৫৩ রান। মাত্র ৫ বল বাকি থাকতে জয় পায় চেন্নাই। এই দুই দলের খেলা যে সবসময়ই টক্করের হয় তা আবার প্রমাণিত। ভিগনেশ , দীপকদের বোলিংয়ে উইকেট পড়তে থাকায় খেলায় রোমাঞ্চ ছিল চরমে। তবে শেষ হাসি হাসলেন ধোনি।
Comments :0