PUNJAB FARMERS PROTEST

পাঞ্জাবে ট্রেন আটকালেন কৃষকরা

জাতীয়

পাতিয়ালায় রেল লাইনে কৃষকরা।

লখিমপুর খেরিতে মন্ত্রীর ছেলের গাড়ি পিষে দিয়েছিল চার কৃষককে। কেটে গিয়েছে তিন বছরের বেশি সময়। বিজেপি কোনও ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই ক্ষোভেই পাঞ্জাবের বিভিন্ন ট্রেন লাইন আটকে দিলেন কৃষকরা।
উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনা ২০২১’র। দিল্লিতে তিন কৃষি আইন বারিলের দাবিতে চলছে লড়াই। দেশের বিভিন্ন জায়গায় লড়াইয়ের সংহতিতে চলছিল বিক্ষোভ। তারই একটিতে ফেরার সময় কৃষকদের পিষে দেয় মন্ত্রীর ছেলের গাড়ি। এই এলাকারই নেতা অজয় মিশ্র। 
পাঞ্জাবে এদিন বিক্ষোভে কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিও উঠেছে। উঠেছে কৃষি ঋণ মকুবের দাবিও। ফিরোজপুর ডিভিসনের ১৭টি ট্রেন থামিয়ে দিতে হয়। 
আন্দোলনরত কৃষকদের দিল্লিতে ঢোকার মুখে ফেব্রুয়ারিতে শম্ভুতে আটকে দেয় হরিয়ানার বিজেপি সরকারের পুলিশ। চলে টিয়ার গ্যাসও। তারও প্রতিবাদ হয়েছে পাঞ্জাবের বিভিন্ন এলাকায়।

Comments :0

Login to leave a comment