মেক্সিকোয় একটি অভিবাসী কেন্দ্রে আগুন লেগে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরো ২৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের অফিসে আগুন লাগে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে। শহরের রাস্তা থেকে ৭১ জন শরণার্থীকে নিয়ে যাওয়ার পর মেক্সিকোর উত্তর সীমান্তের শহর সিউদাদ জুয়ারেজের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।
মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে যাওয়া ৬৮ জন পুরুষ বন্দি ছিলেন। তাদের মধ্যে আগুনে অন্তত ৩৯ জন মারা গেছেন। এছাড়া আহত ২৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। আগুন নিয়ন্ত্রণে এলেও ৩৯ জনকে মানুষকে বাঁচানো যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Comments :0