ICC Champions Trophy 2025

২৩ - র ক্ষতে প্রলেপ , ফাইনালে ভারত

খেলা

India vs Australia ICC Champions Trophy

প্রথম ইনিংসে ২৬৪ রান করেছে অস্ট্রেলিয়া। শামি নিয়েছে ৩টি উইকেট। বরুণ ও জাদেজা নিয়েছেন দুটি করে উইকেট। অজিদের হয়ে সর্বাধিক ৭৩ করেন স্মিথ। হেড করেন ৩৯ রান। ৪৯.৩ ওভারে শেষ হয় তাদের ইনিংস। জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৬৫ রান।

দ্বিতীয় ইনিংসে চেস করতে নেমে বিশ্বাস যোগালেন বিরাট একটুর জন্য শতরান হাতছাড়া হলেও করলেন ৮৪ রান। তাকে যোগ্য সহায়তা করলেন রাহুল। ৪২ রান করার সাথে সম্পূর্ণ করলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৩০০০ রান। শেষে জয়ের ছক্কাটাও এল তারই ব্যাট থেকে। এছাড়াও ইংলিশের ওভারে পর পর ছয় মেরে ম্যাচটির দাঁড়িপাল্লা ভারতের দিকেই নিয়ে চলে এলেন হার্দিক পান্ড । ২৪ বলে করলেন ২৮ রান। অবশেষে ২০২৩ র ১৯শে নভেম্বরের ক্ষতে প্রলেপ লাগল ১৫০ কোটি ভারতবাসীর। মিটলো অনেক বিনিদ্র রজনীর আক্ষেপ। এবার হয়তো শান্তিতে ঘুমোবে ভারতের ক্রিকেটপ্রেমী মানুষ।


 

Comments :0

Login to leave a comment