JALPAIGURI PROTEST

নাটক, গান, কবিতায় বিচারের দাবি জলপাইগুড়িতে

জেলা

বুধবার সন্ধ্যায় জলপাইগুড়িতে সাংস্কৃতিক প্রতিবাদের মঞ্চে শিশুরাও।

নির্যাতিতা নিহত চিকিৎসকের হত্যাকাণ্ডে বিচারের দাবি উঠল নাটক, গান কবিতায়।
বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন ‘কথাবার্তা’ জলপাইগুড়ির  সমাজ পাড়া মোড়ে বিচার চেয়ে প্রতিবাদের বার্তা দিল। জলপাইগুড়ি কদমতলা মোড়ে নাগরিক সংসদের ডাকে প্রতিবাদ সভা হয়। 
বুধবার ভোরে জলপাইগুড়ি শহর জুড়ে মাইকের মাধ্যমে শহরবাসীকে মহালয়ার চন্ডীপাঠ শোনানোর আয়োজন করেছিল পৌরসভা। বিষাদের আবহে এমন অনুষ্ঠানের প্রতিবাদ জানিয়েছেন নাগরিকরা। মঙ্গলবার রাত ৯ টায় অভয়া চত্বরে জমায়েত করে নাগরিক সংসদ। থানায় স্মারক লিপি দেওয়া হয়। 
ছিলেন জলপাইগুড়ি নাগরিক সংসদের  যুগ্ম আহ্বায়ক দেবপ্রীয়া সেন ও ভার্গবী হোম রায় সভাপতি ডাঃ পান্থ দাশগুপ্ত, সুকল্যাণ ভট্টাচার্য সহ জলপাইগুড়ি নাগরিক সংসদের অন্যান্য সদস্যরা।  নাগরিক সংগঠন ‘আওয়াজ’ মঙ্গলবার সারারাত কদমতলা মোড়ে প্রতিবাদ জানায়। জলপাইগুড়ি ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখায়।

 

Comments :0

Login to leave a comment