MONDA MITHAI – SOUMAYDIP JANA – NATUNPATA | 20 APRIL 2024

মণ্ডা মিঠাই – আমাদের নতুনপাতা | সৌম্যদীপ জানা – নতুনপাতা | ২০ এপ্রিল ২০২৪

ছোটদের বিভাগ

MONDA MITHAI  SOUMAYDIP JANA  NATUNPATA  20 APRIL 2024

মণ্ডা মিঠাই  

আমাদের নতুনপাতা  

সৌম্যদীপ জানা  | নতুন বন্ধু

নতুনপাতা


 

খড়দহের কল্যাণ নগর অঞ্চলে অবস্থিত কল্যাণ নগর বিদ্যাপীঠ আজ থেকে বছর খানিক আগেও একটি অখ্যাত সরকারি স্কুল হিসেবে জনসাধারণের কাছে পরিচিত ছিল।‌ কিন্তু এই বিদ্যাপীঠের নাম আজ প্রায় সমগ্র পশ্চিমবঙ্গে একটি অসাধারণ প্রতিভা সম্পন্ন ছাত্রদের বিদ্যাপীঠ হিসেবে পরিচিত।‌ এই পরিচিতি প্রদান করেছে গণশক্তি ডিজিটাল পত্রিকার “নতুন পাতা"  বিভাগ।

গত ২০২৩ সালে মে মাস থেকে ১৩০ এরও বেশি ছবি ও লেখা এই বিদ্যাপীঠের ছাত্রদলের এই অসাধারণ সুন্দর পত্রিকার জন্য তৈরি করেছে। বিভিন্ন উৎসব, অনুষ্ঠান , পালা- পার্বণ , জাতীয় দিবস ইত্যাদি বিভিন্ন উদ্যোগ এই বিদ্যাপীঠের ছাত্ররা তাদের সুন্দর সুন্দর লেখা, ছবি দিয়ে এই পত্রিকা পাতায় উজ্জ্বল স্থান অধিকার করেছে। আমাদের বিদ্যালয়ের অসাধারণ কিছু প্রতিভাবান ছাত্র যেমন ঋষিরাজ দাস, সমীরণ সেন সুসম্পদ বল, বিপ্রদীপ আচার্য, দেবস্মিত গুপ্ত ,ফারহান রহমান, মোঃ ফারহান খান, মোহাম্মদ শাহিদ গাজী, সিঞ্জন মুখার্জি, সমুজ্জ্বল বিষ্ণু, সৌমাল্য চক্রবর্তী, সুরজিৎ জানা ইত্যাদি আরো অনেক ছাত্রের অসাধারণ ছবি ও লেখা এই পত্রিকার পাতায় স্থান পেয়েছে।‌ গোটা পশ্চিমবঙ্গে সকল গণশক্তি ডিজিটাল পাঠকের মন জয় করে নিয়েছে। যার ফলে দেখতে দেখতে খড়দহের এই অখ্যাত বিদ্যালয়টি গোটা পশ্চিমবঙ্গে গণশক্তি ডিজিটালের পাঠকদের কাছে প্রসিদ্ধ হয়েছে যার ফলে বিভিন্ন সংস্থা থেকে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমন্ত্রণ পাচ্ছি এবং সেখানে কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করছে। 
সৃজনশীলতা শিক্ষার একটি অপরিহার্য অংশ। বই নিঃসন্দেহে আমাদের শিক্ষা দেয়।‌ কিন্তু 
বইয়ের পাতায় জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে।  আমরা সেই সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করছি। আর এ সুযোগ করে দিয়েছে গণশক্তি।‌ আমরা কেউ ভাবতেও পারিনি যে আমাদের লেখা আর ছবি শারদীয় গণশক্তি পত্রিকাতে প্রকাশিত হবে।‌
পশ্চিমবঙ্গের অনেক উচ্চ স্তরের বিদ্যালয়গুলির থেকেও আমরা এই বিভাগে অনেক উন্নতি করতে পেরেছি গত বছর খানেকের মধ্যে। অর্থাৎ আমাদের এই ছোট্ট অখ্যাত বিদ্যালয়টিকে পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের সকল ছাত্র এবং সকল শিক্ষকের তরফ থেকে আমি  গণশক্তি ডিজিটাল পত্রিকার নতুন পাতা বিভাগকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা রাখি যে এই ভাবেই গণশক্তি ডিজিটালের নতুন পাতা বিভাগ আমাদের বিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি আমার রাজ্যের বিভিন্ন প্রান্তের অসাধারণ প্রতিভাবান ছাত্র ছাত্রীদের লেখা ও ছবিগুলি ভবিষ্যতেও এমন ভাবেই গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দেবে।  আমি এ কথাও বলতে চাই যে গণশক্তি ডিজিটালের নতুন পাতা বিভাগের এই কল্যাণকর কর্মসূচির ফলে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা তাদের সক্ষমতার উপর গর্ববোধ করে ।‌
ধন্যবাদ নতুন পাতা।

অষ্টম শ্রেণী 
কল্যাণ নগর বিদ্যাপীঠ 
খড়দহ, উত্তর ২৪ পরগনা

 


 

Comments :0

Login to leave a comment