পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার রাত ১১টায় ট্রেন ধরার জন্য নাগপুর স্টেশনে গিয়েছিলেন আনসারি। সেই সময় তিনি আহত হন। হাসপাতালের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা সব জানতে পারেন। হাসপাতাল সূত্রে খবর মাথায় গুরুত্বর চোট ছিল আনসারির।
সাম্প্রতিক হিন্দি সিনেমা ছাবা মুক্তি পাওয়ার পর থেকে মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সাম্প্রদায়িক বিদ্বেষ। শিবাজীর জন্মদিনের দিন মহারাষ্ট্র মিছিল করে আরএসএসের বিভিন্ন শাখা সংগঠন। দাবি তোলা হয় মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের কবর তুলে দেওয়ার।
নাগপুরের সংখ্যালঘু এলাকায় আওরঙ্গজেবের কুশপুতুল পোড়ায় তারা। তারপরই সেখানে হিংসা ছড়ায়।
রাজ্যের মন্ত্রী নীতিশ রানে বলেছেন হিন্দুত্ববাদী সংগঠন গুলো তাদের কাজ করুক সরকার তাদের কাজ করবে। অর্থাৎ মদত দিচ্ছেন হিংসার। আওরঙ্গজেবের করব সড়ানোর যেই দাবি তাকে ঘুরিয়ে মান্যতা দিচ্ছে সরকারের মন্ত্রী।
গত সোমবার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ফড়নবিশ বলেন, এটা দুর্ভাগ্যজনক যে সরকারকে আওরঙ্গজেবের কবর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হচ্ছে। এটি সংরক্ষিত স্থান হওয়ার কারণে রা রক্ষার দায়িত্ব সরকার নিতে বাধ্য। শ্রদ্ধা নিবেদনের থেকেও ঐতিহাসিক স্থান হিসেবে এটা সংরক্ষিত জায়গা হিসেবে চিহ্নিত।
Comments :0