Mohanlalganj Lok Sabha Elections

বিজেপি সাংসদ বলছেন, ‘হেরে যাব’

জাতীয়

রাহুল গান্ধীর ‘খটা খট’ মন্তব্য যে তাঁকে তাড়া করছে, বৃহস্পতিবার নিজের ভাষণে স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদী। এদিন উত্তর প্রদেশের বারাণসীকে ঘিরে থাকা বিভিন্ন কেন্দ্রে সারাদিন ভাষণ দিয়েছেন মোদী। এরমধ্যেই মোহনলালগঞ্জের বিজেপি প্রার্থী কৌশল কিশোরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দলীয় কর্মীরা বিজেপি সাংসদ-প্রার্থীকে বলছেন, গ্রামে লোকে বিজেপি’র বিরোধিতা করছেন। কীভাবে প্রচারে যাব? মেজাজ হারিয়ে কিশোর বলছেন, তাহলে আমি হেরে যাব, আর কী হবে! এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের অবশিষ্ট প্রায় সব লোকসভাতেই প্রচারে নামছেন মোদী। বৃহস্পতিবার একদিনে সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত চারটি লোকসভা কেন্দ্রে ভাষণ দিয়েছেন মোদী। আজমগড়, জৌনপুর, ভদোহি এবং প্রতাপগড়ে ভাষণ দেন মোদী। 
প্রতিটি সভা থেকেই মোদী হিন্দু-মুসলিম মেরুকরণের চেষ্টায় যা যা করা যায়, সেই হিসেবেই বক্তৃতা করেছেন। রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবকেই আক্রমণ করেছেন। বিএসপি নিয়ে নিশ্চুপ থেকেছেন। কিন্তু এ সবই পুরানো। মোদীর বক্তৃতায় এদিন নতুন সংযোজন হলো রাহুল গান্ধীর বলা ‘খটা খট’ শব্দ। কংগ্রেসের ইশ্‌তেহারে বলা হয়েছে ইন্ডিয়া ব্লকের সরকার হলে দেশে মহিলাদের বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে। এই বিষয়টি বলতে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, নরেন্দ্র মোদী তাঁর ২২ জন শিল্পপতি বন্ধুকে ১৬ লক্ষ কোটি টাকা ছাড় দিয়েছেন। গরিব, কৃষকের মানুষের ঋণ মকুব করেননি। ইন্ডিয়া ব্লকের সরকার আসলে ওই পরিমাণ টাকায় আমরা দেশে অসংখ্য লাখপতি বানাবো। মহিলাদের বছরে এক লক্ষ টাকা অর্থাৎ মাসে ৮৫০০ টাকা দেওয়া হবে। এইটা বলতে গিয়েই রাহুল গান্ধী বলেছিলেন, জুলাই মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে ‘খটা খট, খটা খট’। রাহুলের বক্তৃতার ওই অংশের ক্লিপিংস ইতিমধ্যে ‘ভাইরাল’ হয়েছে। মহিলাদের বছরে এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে বিজেপি বিপদ দেখেছে। তারপর থেকে মোদী কংগ্রেসের ইশ্‌তেহার নিয়ে রোজ মিথ্যা কথা বলছেন। এরমধ্যে মহিলাদের ভয় দেখাতে বলেছেন, কংগ্রেস ক্ষমতায় আসলে মহিলাদের গয়না, মঙ্গলসূত্র কেড়ে নেবে। তবে এইসব কতটা কাজ দিচ্ছে তা নিয়ে সন্দিহান বিজেপি। এই অবস্থায় বৃহস্পতিবার সরাসরি রাহুল গান্ধীর বলা ‘খটা খট’ শব্দকেই ব্যবহার করেছেন মোদী।
মোদী বলেন, ৪ জুনে শুধু মোদী সরকার হবে তাই নয়, আরও অনেক কিছু হবে। ইন্ডি জোট ‘খটা খট খটা খট’ করে ভেঙে পড়বে। একটি বলির পাঁঠা খোঁজা হবে ‘খটা খট খটা খট’ করে। শাহজাদারা ‘খটা খট খটা খট’ করে বিদেশে চলে যাবেন গরমের ছুটি কাটাতে। রাহুল গান্ধী এবং অখিলেশকে আক্রমণ করে মোদী বলেন, এদের পরিশ্রম করার ইচ্ছে নেই। ফল পাওয়ারও ইচ্ছে নেই। মোদী ১৮ ঘণ্টা কাজ করবে। আগে বিজেপি নেতারা এবং আইটি সেলের পক্ষ থেকে বলা হতো, মোদী না হলে কে প্রধানমন্ত্রী হবে? এদিন চক্ষুলজ্জাটুকু ঝেড়ে ফেলে মোদী নিজেই বলেছেন, মোদী প্রধানমন্ত্রী না হলে দেশে কে প্রধানমন্ত্রী হবে! একদিকে তিনি বলেছেন, ৪ জুন ফের মোদীর সরকার হবে। আবার ওই একই বক্তৃতায় তিনিই বলেছেন, ইন্ডি জোটের সরকার হলে প্রতি বছর একেক জন প্রধানমন্ত্রী হবে! 
চার দফার ভোট শেষে উত্তর প্রদেশের ভোট এবার পূর্বাঞ্চলের দিকে আসছে। সোমবার অওধ অঞ্চলের ভোট হয়ে যাবে। তারপরের দুই দফায় পূর্বাঞ্চলের ভোট। এখানের লোকসভা আসনগুলির মধ্যে ১২টিতে ২০ হাজারের কম ভোটে গতবার জিতেছিল বিজেপি। পূর্বাঞ্চলেই ওবিসি এবং তফসিলি জাতির ছোট ছোট সম্প্রদায় রয়েছে। যাদের গত কয়েকটি নির্বাচনে নিজেদের সঙ্গে রাখতে পেরেছে বিজেপি। এবার পিডিএ’র স্লোগান দিয়ে ভোটে যাওয়া অখিলেশ যাদব ছোট ছোট জাতির সমীকরণ মাথায় রেখে প্রার্থী দিয়েছেন। সেই সব অঙ্কেও বিজেপি খানিকটা বেসামাল। অমিত শাহ, জে পি নাড্ডা প্রতি দুই-তিন দিন অন্তর উত্তর প্রদেশের লোকসভা আসন ধরে ধরে বৈঠকে বসছেন। তার জেরেই মোদীকে একদিনে বারাণসী অঞ্চলে চার-চারটি জনসভা করতে হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু মোদী সমাবেশে ‘আত্মবিশ্বাসী’ দেখানোর চেষ্টা করলেও তাঁর দলের সাংসদের ভিডিও বিজেপি’র প্রকৃত অবস্থা ফাঁস করে দিয়েছে।
 

Comments :0

Login to leave a comment