POETRY —TISTA BEZ | MUKTADHARA —18 APRIL 2024

কবিতা — খুঁজি স্বদেশের মুখ | তিস্তা বেজ | মুক্তধারা — ১৮ এপ্রিল ২০২৪

সাহিত্যের পাতা

POETRY TISTA BEZ  MUKTADHARA 18 APRIL 2024
কবিতা
খুঁজি স্বদেশের মুখ
 
তিস্তা বেজ
মুক্তধারা
 
 
প্রতিদিন কত স্বপ্ন সাজাই, আঁধারেও করি খোঁজ 
উবু হয়ে বসে কৃষকের মতো খুঁজি স্বদেশের মুখ 
জলে ভেসে যায় মাটি, আকাশে দারুণ রোদ 
ফসলের বীজে প্রাণ মাথা খুঁড়ে জন্মাতে চায় রোজ
 
অনুভব মেখে নিঃসংকোচে মাথা তোলে প্রতিবাদ 
রক্তে ভিজেছে রাজপথ তবু অনেকটা যেতে হবে 
চেনা মুখগুলো রঙিন আলোয় হয়তো বদলে যাবে 
তবুও ঠেকাতে পারবে না ভয়, হোক সে মৃত্যুখাদ
 
আমাদের গড়া স্বপ্নরা লাশ হলে, সেখানেই হব পুণরায় আমি গাছ। 
শিশুদের চোখে বুনে দেব একরাশ 
সবুজ স্বপ্ন দেখবার উচ্ছ্বাস 
সময় নিয়ে বদলাতে হবে দিন, 
রাখালের হাতে তুলে দিতে হবে বীণ 
প্রয়োজন হলে প'রে নিতে হবে উপযোগী কোনো সাজ।

Comments :0

Login to leave a comment