ভয়ানক দৃশ্য। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঢুকে তৃণমূল কংগ্রেসের মহিলা প্রধান পিঙ্কি দোলইকে টেবিলের উপর মাথা ঠুকিয়ে এক নাগাড়ে মারধর করলো তৃণমূল কংগ্রেসেরই একদল মহিলা।
প্রধানের অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতিই এই ভয়াবহ হামলার পিছনে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
থমথমে পরিবেশ। গোষ্ঠী কোন্দলে নিজের দলের মহিলা প্রধানকে এমন করে মারধর ও হেনস্তা তা নিয়ে জেলা জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। পরিস্থিতি সামাল দিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে মোতায়েন করতে হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সোমবার বিকাল চারটার দিকে একদল মহিলা হঠাৎ করে গ্রামপঞ্চায়েত দপ্তরে ঢুকে পড়ে বলে জানা যায়। তখন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নিজের রুমে খাতা পত্রের কাজ সারছিলেন প্রধান পিঙ্কি দোলই। কোনো কিছু বুঝে ওঠার আগে মহিলা প্রধান কে দপ্তরেই চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করা হয়। ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠল খোদ ব্লক তৃণমূল সভাপতির হীরালাল ঘোষের বিরুদ্ধে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তৃনমুলেরই গ্রাম পঞ্চায়েত প্রধান।
Comments :0