PHOTO SERIES ARAMBAGH

ছবিতে প্রচার: পুড়শুড়ার ঘরে ঘরে বিপ্লব

রাজ্য লোকসভা ২০২৪

চলছে প্রচার জোরকদমে। আরামবাগে সিপিআই(এম) প্রার্থী বিপ্লব মৈত্রকে নিয়ে মিছিল।

প্রাণ জাগছে জাগছে জাগছে

পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের অরুন্ডা পঞ্চায়েতের কেদারপুর গ্রামে আরামবাগ কেন্দ্রের প্রার্থী বিপ্লব মৈত্রের প্রচার।

এসো এবার দ্বিধার বাধা পার হয়ে

কাবিলপুর পশ্চিম থেকে মুন্ডেশ্বরী নদীর উপরে কাঠের ব্রিজ পেরিয়ে কাবিলপুর পূর্ব প্রচার করে মুন্ডেশ্বরী নদীর শাখা নদী হরিণাখালির উপর কাঠের ব্রিজ পেরিয়ে যুগুকুন্ডু গ্রামে মিছিল পৌঁছে মালঞ্চ, গৌরাঙ্গচক হয়ে চব্বিশপুর বাজারে দুপুরে শেষ হয়। 

প্রার্থীকে দেখে ভিড়

প্রচার হয়েছে চব্বিশপুর বাজারে। তারপর পার চব্বিশপুর, অরুন্ডা, বড়গেরিয়া, ধাড়াসিমুল হয়ে চব্বিশপুর বাসস্ট্যান্ডে শেষ হয়।

লড়াইয়ের সাথে, জীবনের পাশে

দেশ, সংবিধান, শিক্ষা, কাজের অধিকার রক্ষা। নারীর সম্ভ্রম রক্ষার লড়াইয়ে  বামপন্থীদের ভূমিকা বলেছেন। 
(ছবি ও তথ্য:  অনন্ত সাঁতরা)

Comments :0

Login to leave a comment