হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ভিতরে থেকে গ্রেপ্তার পড়ুয়ারা। জানা যাচ্ছে, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ভিতরে একটি জায়গা রাজ্য সরকার অধিগ্রহণ করতে চায়।
রবিবার পুলিশ ও জেসিবি নিয়ে জঙ্গল সাফ করার চেষ্টা চালায় প্রশাসন। দুপুর ২টো নাগাদ ৮টি জেসিবি ও কয়েকশো পুলিশ ঢোকে ক্যাম্পাসে। সেই খবর পাওয়ার পরই হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে এই কাজ আটকানোর চেষ্টা করে।
অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নাহিদ সুলেমান সহ অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এসএফআই’র ইউনিট সভাপতি ও সম্পাদককেও।
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অভিযোগ করছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে নিষ্ক্রিয় এবং নীরব। বিশ্ববিদ্যালয়ের ভেতর কেন পুলিশ বাহিনী প্রবেশ করল তা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। ছাত্র-ছাত্রীদের কন্ঠস্বর দমন করা এবং এইভাবে গ্রেপ্তার করা যে বেআইনি তাও তারা প্রতিবাদে জানিয়েছেন।
ছাত্র সংসদ একটি প্রেস বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, কোনভাবেই বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের জমি রক্ষা করার দায়িত্ব ছাত্র সংসদ সহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সবার। সমস্ত ছাত্র-ছাত্রীকে এই লড়াইয়ে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে ছাত্র সংসদ।
রাতে জানা গিয়েছে ধৃতদের ছেড়ে দিয়েছে পুলিশ।
Hyderabad University
জমি নেওয়ার প্রতিবাদ, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তার ছাত্রদের

×
Comments :0