উৎসবের মধ্যে ফের ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদ জেলায়। ফের নির্যাতনের শিকার এক কিশোরী। এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের সালার। যে এলাকা তৃণমূল কংগ্রেসের সমাজবিরোধীদের মুক্তাঞ্চল বলেই পরিচিত। সেই সালারেই লক্ষ্মীপুজোর সন্ধ্যায় দলবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরী। এই ঘটনায় নির্যাতিতার পরিবার অনড় থাকায় পাঁচ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে সালার থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তারও করেছ। তিন অভিযুক্ত এখনও পলাতক।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে স্থানীয় একটি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিল। সেখান থেকে ফেরার পথে পাঁচ জন তাদের পথ আটকায়। ওই পাঁচ জন মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে বেধরক মারধর করে। বাইকে করে বিভিন্ন যায়গায় নিয়ে যাওয়া হয়। পরে ছেলেটি কোন ভাবে ওই দুষ্কৃতীদের কাছ পালিয়ে গিয়ে মেয়েটির বাড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে গুরুতর জখম অবস্থায় একটি খালের ধার থেকে কিশোরীকে উদ্ধার করে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রীটিকে প্রয়োজনীয় পরীক্ষার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সালার থানার ওসি তুষার মজুমদার জানান, সন্ধ্যার সময় রেস্টুরেন্ট থেকে ফিরছিল ওরা। সেই সময় পাঁচ যুবক এক নির্জন জায়গায় তাদের পথ আটকায়। ছেলেটিকে মারধর করে। তার বন্ধু ঘটনাস্থল থেকে কোনওরকমে পালিয়ে আসে। ওই পাঁচ জন মেয়েটিকে ঝোঁপের ভিতরে নিয়ে যায়। মেয়েটিকে দলবেঁধে ধর্ষণ করে। এদিন ২ দুষ্কৃতীকে কান্দী মহকুমা আদালতে পেশ করা হয়। দুজনের ২৪ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরও তিন জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
কেন এই ধরণের ঘটনা ঘটানোর সাহস পেল অপরাধীরা ? প্রশ্ন তুলেছে সিপিআই(এম)। সিপিআই(এম) সালার এরিয়া কমিটি সম্পাদক জাহাঙ্গীর শেখ বলেছেন, ‘‘ সালারকে তৃণমূল অপরাধীদের মুক্তাঞ্চল বানিয়েছে। বিধায়ক আর ব্লক সভাপতির অনুগামীদের বিবাদে এলাকা মাঝেমধ্যেই উত্তপ্ত হচ্ছে। তৃণমূলের দুই গোষ্ঠী অপরাধীদের পুষছে। তারা নিরাপদ বুঝেই এই ধরণের ঘটনা ঘটাচ্ছে।’’
উৎসবের মধ্যেই পুজো দেখার নাম করে ১৪ বছরের কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে বহরমপুর থানা এলাকার একটি গ্রামেও। অষ্টমীর রাতের ওই ঘটনায় পরের দিন অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছে ওই ৩ জন। মুর্শিদাবাদ জুড়ে এই ধরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক মহিলা সমিতিও।
Murshidabad Gang Rape
সালারে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

×
Comments :0