উৎসবে অনুভবে
মুক্তধারা
বোধন
-------------------------------------------
জ্যোতির্ময় চক্রবর্তী
-------------------------------------------
১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
তুমি আসবে বলে আকাশ থেকে যত্ন করে
রং রেখেছি ;
মেঘের কিছু টুকরো ভেলায় সোহাগ ভরে
কাশের বনে
আপন মনে
হৃদয় কোনে
শিশির-ভোরের শিউলি ভরা উঠোনজুড়ে
আসন পেতেছি।
তুমি আসবে বলে রেডিয়োটাকে ঝেড়ে-ঝুড়ে
বসিয়ে রেখেছি;
ভোরবেলাতে
মন ভোলাতে
সুর ভাসাতে
খোলা দুয়ারে আলতো হাওয়ার আলপনাতে
তোমায় চেয়েছি।
তুমি আসবে বলে বৃষ্টির দুষ্টুমিকে আগল এঁটে
ধমকে রেখেছি ;
এত আয়োজন
আত্মীয় স্বজন
সহাস্যে বরণ
আহ্লাদ ছায়ার বিশ্ব-সভায় বরণ ডালা তোমার জন্য
সাজিয়ে রেখেছি।
তুমি আসবে বলে লক্ষ কোটি করপুটের অঞ্জলিতে
স্বপ্ন রেখেছি;
সরল জীবন
সহজ যাপন
সবাই আপন
এই সত্য সামনে রেখে 'বোধন' দিনে তোমার আঁচল
মুঠোয় ধরেছি।
-------------------------------------------
Comments :0