উৎসবে অনুভবে
আনন্দময় পূজা পরিক্রমা
আকাশ বিশ্বাস
নতুনপাতা
৩০ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩
সারা বছর মানুষের ব্যস্ততার অবসান ঘটে এই দূর্গাপূজাতে।দূর্গাপূজা হল বাঙালির কাছে আবেগ, ঐতিহ্য ও আনন্দের পাঁচটি দিন। এই কদিন মানুষ তার সমস্ত দুঃখ, ব্যস্ততার কথা ভুলে উৎসবে মেতে ওঠে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সবাই একত্রে মেতে ওঠে উৎসবের আনন্দে। এই দূর্গাপূজা কেবলমাত্র আমাদের আনন্দ প্রদান করে না অনেক ঢাকি ভাই, পাল ভাই, প্যান্ডেল এবং আলোকসজ্জার কারিগর সবার বোনাসের সময়। এই দূর্গাপূজা কেবলমাত্র প্যান্ডেলে হয়না হয় বনেদি বাড়িতেও। বেশ অনেকগুলি বনেদি বাড়ি আছে যেগুলো মধ্যে অন্যতম হল জনাই রাজবাড়ি, বাজারবাড়ি, গোলাবাড়ি, আদি মুখার্জীবাড়ি, মিত্রবাড়ি, মাঝেরবাড়ি, চৌধুরীবাড়ি, সিংহবাড়ি, পুরাতনবাড়ি, গাঙ্গুলিবাড়ি, ভট্টাচার্যবাড়ি, কর্তাবাড়ি, সিংহবাড়ি, কালীবাবুর বাড়ি, দ্বাদশ শিবমন্দির, বদ্যি মা মন্দির, কালীমন্দির ইত্যাদি। বনেদি বাড়ি অর্থাৎ বহু বছর আগে শুরু হওয়া জমিদার বাড়ির পূজা।
বনেদি বাড়ির পুজোয় আমার অভিজ্ঞতা—
আমি বলছি শোভাবাজার রাজবাড়ির কথা। দমদম থেকে মেট্রো ধরে শোভাবাজার সুতানুটিতে নেমে সেখান থেকে কিছু দুরত্বে পৌঁছে গেলাম শোভাবাজার রাজবাড়ি। আমরা গিয়েছিলাম অষ্টমীর দিন। সেখানে দেখলাম অষ্টমীর সন্ধিপূজা শুরু হয় কামান দাগার মাধ্যমে এবং দেবীর পঞ্চদেবীর আরাধনা, লবঙ্গ-জায়ফল গুঁড়ো করে 'আচমনীয়' তৈরি করা, এবং পলতে পাকানোর মতো নানা সাবেক ও ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান এই সময়ে পালিত হয়।
বারোয়ারি প্যান্ডেলে অভিজ্ঞতা—
আমার পুজো ঘোরা শুরু হয় চতুর্থী থেকে দক্ষিণ কলকাতার মধ্যে দিয়ে সেখানে এবছর আমার প্রথম যাওয়া তাই আমি চেয়ে ছিলাম সেখান ভালো ঠাকুর দেখতে কিন্তু পরিশ্রম করে দেশপ্রিয় পার্ক পৌঁছে দেখি পূজা মন্ডপের দ্বার বন্ধ। তারপর গিয়েছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবে সেখানে আমি খুব ভালোভাবে ঠাকুর এবং মন্ডল পরিদর্শন করি। সেখানকার থিম ছিল মুখোমুখি। সেখানে মায়ের ত্রিনয়ন তৈরি হয়েছিল পেনের নিপের আদলে অর্থাৎ এই দেশে মা নিজে শিক্ষিত হলে তার সন্তানরাও শিক্ষিত হবে। আমার ব্যক্তিগত ভাবে দেখা সবথেকে অসাধারণ প্যান্ডেল হল এই অর্জুনপুর আমরা সবাই ক্লাব।
সবশেষে বলব দূর্গাপূজা পরিক্রমা কেবলমাত্র মাতৃ প্রতিমা দর্শন নয় বিভিন্ন সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী ও আনন্দময় অভিজ্ঞতা লাভ।
নবম শ্রেণী
কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা' কল্যাণ নগর, খড়দহ
Comments :0