ভয়-ভীতির কৌশল রুখে দেওয়া যাবে। গ্রামের মানুষই পারবেন। ভোট দেবেন গ্রামের মানুষ। গ্রামের মানুষই এই সাহস দেখান। বোমা-বন্দুক শেষ কথা নয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্য কমিটির দু’দিনের বৈঠকের শেষে তিনি জানিয়েছেন, ডিসেম্বরেও রাজ্যের গ্রামে গ্রামে চলবে পদযাত্রা।
নভেম্বরে পদযাত্রায় যুক্ত হয়েছেন নতুন অংশের মানুষ, যোগ দিচ্ছেন নবীনরা। দুর্নীতির বিরুদ্ধে, কাজের দাবিতে, বকেয়া মজুরির দাবিতে গ্রামে গ্রামে পদযাত্রার ডাক দিয়েছিল সিপিআই(এম)। পদযাত্রার অভিজ্ঞতা উৎসাহজনক, জানিয়েছেন সেলিম।
রাজ্যের সর্বত্র মিলছে বোমা। বোমা বানানোর সময় বিস্ফোরণ হচ্ছে তৃণমূলের নেতা-কর্মীদের ঘরে। মিলছে অস্ত্রও। শঙ্কার এই পরিবেশে পঞ্চায়েতে কী ভোট দিতে পারবেন গ্রামের মানুষ? সংবাদমাধ্যমের এমন প্রশ্নে সেলিম বলেন, ‘‘গ্রামের মানুষই বারবার ভয়-ভীতি তৈরির কৌশল রুখে ভোট দিয়েছেন। ভয়-ভীতির কৌশল রুখে দেওয়া সম্ভব। গ্রামের মানুষই পারবেন।’’
সেলিম বলেছেন, ‘‘যে হাত কোদাল চালাতে পারে, সেই হাতই পারে ইনসাফ চাইতে। বাংলার গ্রামের মেজাজ পালটাচ্ছে। পুলিশ, সিভিক পুলিশেরও সব অংশের ওপর ভরসা রাখতে পারছে না তৃণমূল কংগ্রেস। পায়ের তলার জমি হারাচ্ছে। সেই জন্য বোমা-বন্দুকের এত আয়োজন।’’
বোমা বন্দুক কি শেষ কথা বলবে? সেলিম বলেন, ‘‘বোমা-বন্দুক শেষ কথা বললে কোনও অত্যাচারী শাসককে হটানো যেত না। বহুবার হটানো গিয়েছে। দুষ্কৃতীরা হয় তৃণমূলে, নয় বিজেপি’তে। কিন্তু বোমা-বন্দুক শেষ কথা বলে না।’’
সেলিম জানিয়েছেন গ্রাম বাংলার বদলাতে থাকা মেজাজ সবিস্তারে আলোচিত হয়েছে সিপিআই(এম) রাজ্য কমিটির বৈঠকে। নভেম্বর জুড়ে রাজ্যের সর্বত্র পদযাত্রার ডাক দিয়েছিল পার্টি। এদিন সেই কর্মসূচির পর্যালোচনা হয়েছে। সেলিম জানিয়েছেন, অভিজ্ঞতা উৎসাহজনক নতুন অংশের মানুষ এবং নবীন প্রজন্ম যুক্ত হয়েছেন পদযাত্রায়।
ডিসেম্বরেও সিপিআই(এম) জোর দেবে দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বেকারির বিরুদ্ধে আন্দোলনে। বিশেষ জোর পাবে ওষুধের চড়তে থাকা দাম। সেলিম বলেছেন, ‘‘সরকারি স্কুল বন্ধ করা হচ্ছে। বেসরকারি বিনিয়োগে উৎসাহ দেওয়া হচ্ছে। আমজনতা শিক্ষার সুযোগ পান সরকারি পরিকাঠামোতেই। বেসরকারি কাঠামোয় শিক্ষা কতটা মেলে সন্দেহ আছে। কিন্তু মানুষের খরচ বাড়েই। স্বাস্থ্যেও মানুষের খরচ বেড়ে চলেছে। ওষুধের ওপর পণ্য ও পরিষেবা কর বসছে। স্বাস্থ্য বিমার ওপরেই পণ্য ও পরিষেবা কর বসছে চড়া হারে।’’
ডিসেম্বরে পদযাত্রা এবং আন্দোলনে সিপিআই(এম) জোর দেবে ফসলের দামে। সেলিম বলেছেন, ‘‘দালালরা ছড়িয়ে রয়েছে। সরকারের ঠিক করা দামের চেয়ে অনেক কমে ফসল বেচতে হচ্ছে কৃষকদের। ন্যূনতম দাম দেওয়া হচ্ছে না। ধান বিক্রয় কেন্দ্র ধান কিনছে না। স্থানীয় স্তরেও বহু সমস্যা। রেশন কার্ড, ভোটার লিস্টে নাম তোলার সমস্যা রয়েছে। দুয়ারে সরকারের নামে নাটক চলছে। মানুষ অভিযোগ জানালেও সুরাহা হচ্ছে না সমস্যার। রাস্তা, স্কুলের দুরবস্থায় ক্ষোভ। মানুষই বলছেন রাস্তা সারিয়ে তবে দুয়ারে সরকার। আন্দোলনে স্থানীয় স্তরের সমস্যাগুলিতেও জোর দেবে পার্টি।’’
Comments :0